Bagnan College Merit list and admission list


Bagnan College:

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের পর থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির তোড়জোড়। শুরু হয় ফর্ম ফিল আপ তারপর তা সমাপ্ত হলে প্রকাশিত হয় মেরিট লিস্ট এবং একে একে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট .....। যেসব ছাত্রছাত্রীদের নাম অ্যাডমিশন লিস্টে (ফার্স্ট লিস্ট,সেকেন্ড লিস্ট .....) প্রকাশিত হয় তারা কলেজে ভর্তির সুযোগ পায়।


বাগনান কলেজ-

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা কীভাবে বাগনান কলেজের 2022-23 বর্ষের সকল বিষয়ের মেরিট লিস্ট এবং অ্যাডমিশন লিস্ট(ফার্স্ট লিস্ট,সেকেন্ড লিস্ট ....) দেখতে পারবেন তা দেওয়া হল।

বাগনান কলেজের 2022-23 বর্ষের অ্যাডমিশন ফর্ম ফিল আপ শুরু হয় 18th July থেকে এবং আবেদন চলেছিল 5th August পর্যন্ত।

বাগনান কলেজের মেরিট লিস্ট এবং অ্যাডমিশন লিস্ট দেখার নিয়ম নিম্নলিখিত আলোচনা করা হল।

স্টেপ-১

প্রথমে আপনি নীচের যে লিস্ট টি দেখতে যান সেটির পাশে "এখনই দেখুন" -এ ক্লিক করুন।
(আগে সম্পূর্ণ পদ্ধতি বুঝে নিন তারপর ক্লিক করুন)

মেরিট লিস্ট-
DAY SHIFT (B.A./B.Sc. Hons. and Gen.)-এখনই দেখুন

MORNING SHIFT (BA-Gen. only for Girls)-এখনই দেখুন

EVENING SHIFT (B.Com. Hons. & Gen.)-এখনই দেখুন 

অ্যাডমিশন লিস্ট(ফার্স্ট লিস্ট,সেকেন্ড লিস্ট ....)
DAY SHIFT (B.A./B.Sc. Hons. and Gen.)-এখনই দেখুন

MORNING SHIFT (BA-Gen. only for Girls)-এখনই দেখুন

EVENING SHIFT (B.Com. Hons. & Gen.)-এখনই দেখুন

স্টেপ-২.১

Bagnan College merit list
 
এরপর মেরিট লিস্ট দেখতে হলে-
প্রথমে, Phase-1 সিলেক্ট করুন। তারপর Section -এ আপনি কোন স্ট্রিমের (B.A,B.Sc,B.com Honours,Programme)  লিস্ট দেখতে চান সেটি সিলেক্ট করুন। এরপর অনার্স হলে Subject সিলেক্ট করুন এবং B.A Programme হলে NA সিলেক্ট করুন। এবার Reservation সিলেক্ট করুন অর্থাৎ যদি SC,ST ইত্যাদি হলে তা সিলেক্ট করুন এবং যদি General কাস্টের হন তাহলে UR সিলেক্ট করুন।

স্টেপ-২.২

Bagnan College admission list-

অ্যাডমিশন লিস্ট(ফার্স্ট লিস্ট,সেকেন্ড লিস্ট ....) দেখতে হলে-
 প্রথমে, ফার্স্ট লিস্ট হলে Phase-1 এবং সেকেন্ড লিস্ট Phase-2.... সিলেক্ট করুন। তারপর Section -এ আপনি কোন স্ট্রিমের (B.A,B.Sc,B.com Honours,Programme)  লিস্ট দেখতে চান সেটি সিলেক্ট করুন। এরপর অনার্স হলে Subject সিলেক্ট করুন এবং B.A Programme হলে NA সিলেক্ট করুন। এবার Reservation সিলেক্ট করুন অর্থাৎ যদি SC,ST ইত্যাদি হলে তা সিলেক্ট করুন এবং যদি General কাস্টের হন তাহলে UR সিলেক্ট করুন।

স্টেপ-৩

সবশেষে Show -এ ক্লিক করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করলেই লিস্ট চলে আসবে।

যেকোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করুন। এছাড়াও আপনি যদি এই লিস্টের Pdf ফাইল পেতে চান তাহলে আমাদের WhatsApp -গ্রুপে জয়েন করতে পারেন। 
WhatsApp: 7364004856

Post a Comment

0 Comments