জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge In Bengali

Sadhoron Gyan Prosno

আজ এই প্রতিবেদনে ১০ টি সহজ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর দেওয়া হল। আপনি কোন কোন প্রশ্নের উত্তরগুলি জানতেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 

 সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর: 

 ১. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

   উঃ= প্রফুল্লচন্দ্র ঘোষ।

 ২. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?

   উঃ= "গীতাঞ্জলি" বা "Song Offerings".

 ৩. IAS -এর পুরো নাম কী?

   উঃ= Indian Administrative Service.

 ৪. M.L.A. -এর পুরো নাম কী?

   উঃ= Member of Legislative Assembly.

 ৫. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী?

   উঃ= আর্যভট্ট।

 ৬. টেলিফোন কে আবিষ্কার করেন?

   উঃ= গ্রাহাম বেল।

 ৭. পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?

   উঃ= ১৭৫৭ খ্রিস্টাব্দে।

 ৮. কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?

   উঃ= ১৮৫৭ খ্রিস্টাব্দে।

 ৯. মানুষের শরীরের সবচেয়ে বড়ো হাড় কোনটি?

   উঃ= ঊরুর হাড়।

 ১০. কোন দেশকে "অশনির দেশ" বলা হয়?

   উঃ= ভুটানকে।



◾আমরা ঠিক করেছি আপনাদের জন্য ডেইলি কুইজ কম্পিটিশন নিয়ে আসবো এই ওয়েবসাইটে। প্রতিদিনের উত্তরদাতা তাদের প্রাপ্ত নম্বর এই ওয়েবসাইটেই দেখতে পাবেন।

Post a Comment

0 Comments