Ration card status check | মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক

ration card status check online west bengal


রেশন কার্ড স্টেটাস চেক অনলাইন-

আপনি কী মোবাইল নাম্বার দিয়ে কার্ড রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে চান,তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। 

দুয়ারে সরকার রেশন কার্ড চেক-

অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে গিয়ে নতুন রেশন কার্ড,ভুল সংশোধন ইত্যাদির জন্য আবেদন করেছেন। কিন্তু অনেকদিন কেটে যাওয়ার পরও নতুন রেশন কার্ড হাতে এসে পৌছায়নি।এই অবস্থায় আমরা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার মাধ্যমে জানতে পারব আবেদন বাতিল হল কিনা বা সংশোধন হয়েছে কিনা। এই প্রতিবেদনে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার নিয়মই আলোচনা করা হল। রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য নীচের স্টেপগুলি অনুসরন করুন।

রেশন কার্ডের স্ট্যাটাস চেক:

স্টেপ-১
প্রথমে আপনাকে Wbpds.wb.gov.in সাইটে চলে আসতে হবে তারপর ওই ওয়েবপেজে থ্রি লাইন মেনু তে ক্লিক করে "E-Citizen" -অপশনে ক্লিক করতে হবে। এরপর ওখানে "Check Ration Card Application Status" পাবেন ওখানে ক্লিক করুন। নীচের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ওই পেজে চলে আসতে পারেন।


স্টেপ-২
এরপর আপনি একটি নতুন পেজে চলে আসবেন, ওখানে "Select Form Type" -এ ক্লিক করে আপনি কত নাম্বার ফর্ম জমা দিয়েছিলেন তা সিলেক্ট করুন।

নিজের মোবাইলে রেশন কার্ড ডাউনলোড করুন

স্টেপ-৩
তারপর "Enter Full (16/10 Digit) Application Number (Barcode Number)" -এর বক্সে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নম্বর/বারকোড নাম্বার দিতে হবে। আবেদন ফর্ম জমা দেওয়ার পর আপনাকে একটি কাগজ দেওয়া হয়েছিল ,ওখানেই আপনি বারকোড নাম্বার পাবেন।

অথবা,
আপনার কাছে যদি বারকোড নাম্বার না থাকে তাহলে "Enter 10 Digit Mobile Number" -এর বক্সে আপনার মোবাইল নম্বর লিখুন,যেটি আবেদন ফর্মে দিয়েছিলেন।

স্টেপ-৪
সবশেষে ক্যাপচা কোড ফিল করে (ছবিতে যা লেখা নীচের বক্সে লিখুন) "Search" অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার রেশন কার্ড আবেদনের স্ট্যাটাস চলে আসবে।

আরো পড়ুন: ই রেশন কার্ড ডাউনলোড করুন।

Post a Comment

4 Comments