আজ এই আর্টিকেলে দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের 'গঙ্গাস্তোত্রম' কবিতার প্রতিটি লাইনের শব্দার্থ সহ বঙ্গানুবাদ দেওয়া হল। যদি কেবলমাত্র প্রতিটি শ্লোকের মানে দেখতে চান, তাহলে শ্লোকের নীচে বঙ্গানুবাদ অংশটি লক্ষ করুন।
শ্লোক-১
দেবি সুরেশ্বরি ভগবতি গঙ্গে ত্রিভুবনতারিণি তরলতরঙ্গে।
শঙ্করমৌলিবিহারিণি বিমলে মম মতিরাস্তাং তব পদকমলে।।
সন্ধিবিযুক্ত অন্বয়
(হে) দেবি, সুরেশ্বর, ভগবতি, ত্রিভুবনতারিণি, তরলতরঙ্গে, শঙ্করমৌলিবিহারিণি, বিমলে, গঙ্গে তব পদকমলে মম মতিঃ আস্তান।
শব্দার্থ
দেবি (দেবি) সুরেশ্বরি (দেবশ্রেষ্ঠা) ভগবতি (ভগবতী) ত্রিভুবনতারিণি (স্বর্গ-মর্ত্য-পাতাল এই ত্রিভুবনের উদ্ধারকর্ত্রী) তরলতরঙ্গে (চঞ্চল তরঙ্গবিশিষ্ট) শঙ্করমৌলিবিহারিণি (শিবের মস্তকে ভ্রমণকারিণী) বিমলে (পবিত্র) গঙ্গে (গঙ্গানদী) তব (তোমার) পদকমলে (পাদপদ্মে) মম (আমার) মতি (মন) আস্তাম্ (থাকুক)।
বঙ্গানুবাদ
(হে) দেবী, দেবশ্রেষ্ঠা, ভগবতী, ত্রিভুবনের উদ্ধারকারিণী, চঞ্চল তরঙ্গবিশিষ্টা, শিবের মস্তকে ভ্রমণকারিণী, পবিত্র গঙ্গা, তোমার পাদপদ্মে আমার মতি থাক।
শ্লোক-২
ভাগীরথিসুখদায়িনি মাতঃ তব জলমহিমা নিগমে খ্যাতঃ।
নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ি মামজ্ঞানম্।।
ভাগীরথি (হে ভাগীরথি) সুখদায়িণী (সুখ প্রদানকারিণি) মাতঃ (মা) ত (তোমার) জলমহিমা (জলের মহিমা) নিগমে (বেদে) খ্যাতঃ (প্রসিদ্ধ)। অহম্ (আমি) তব (তোমার) মহিমানম্ (মহিমা) ন জানে (জানি না) কৃপাময়ি (হে কৃপাময়ী) অজ্ঞানম্ (অজ্ঞান) মাম্ (আমাকে) পাহি (ত্রাণ করো)।
শ্লোক-৩
সন্ধিবিযুক্ত অন্বয়
শব্দার্থ
বঙ্গানুবাদ
শ্লোক-৪
সন্ধিবিযুক্ত অন্বয়
শব্দার্থ
বঙ্গানুবাদ
শ্লোক-৫
সন্ধিবিযুক্ত অন্বয়
শব্দার্থ
বঙ্গানুবাদ
শ্লোক-৬
সন্ধিবিযুক্ত অন্বয়
শব্দার্থ
বঙ্গানুবাদ
শ্লোক-৭
সন্ধিবিযুক্ত অন্বয়
শব্দার্থ
মাতঃ (মা) তব (তোমার) চেৎ (যদি) স্রোতঃস্নাতঃ (স্রোতে তথা জলে স্নান করা হয়)। সঃ অপি (সেও) পুনঃ অপি (পুনরায়) জঠরে (মাতৃগর্ভে) ন জাতঃ (জন্মগ্রহণ করে না)। নরকনিবারিণি (হে নরকনিবারিণী) জাহ্নবি (জাহ্নবী) গঙ্গে (গঙ্গা) কলুষবিনাশিনি (তুমি পাপনাশিনী) মহিমোত্তুঙ্গে (মহিমাতে তুমি সর্বশ্রেষ্ঠা)।বঙ্গানুবাদ
শ্লোক-৮
সন্ধিবিযুক্ত অন্বয়
পুনরসদঙ্গে পুণ্যতরঙ্গে করুণাপাঙ্গে জাহ্নবি জয় জয়। ইন্দ্রমুকুটমণিরাজিতচরণে সুখদে শুভদে ভৃত্যশরণ্যে ।শব্দার্থ
বঙ্গানুবাদ
হে বিদেহী, তোমার কটাক্ষ করুণায় ভরা। হে জহ্নুমুনিকন্যা তোমার জয় হোক। তোমার তরঙ্গ পবিত্র। তোমার চরণদ্বয় ইন্দ্রের মুকুটস্থিত মণির আলোকে রঞ্জিত। তুমি সুখদায়িনী এবং মঙ্গলকারিণী। তুমি ভক্তগণের আশ্রয়দায়িনী।শ্লোক-৯
সন্ধিবিযুক্ত অন্বয়
ভগবতি, মে রোগম্ শোকম্ তাপম্ পাপম্ কুমতিকলাপম্ হর। ত্রিভুবনসারে বসুধাহারে তুম্ খলু সংসারে মম গতিঃ অসি।শব্দার্থ
বঙ্গানুবাদ
শ্লোক-১০
সন্ধিবিযুক্ত অন্বয়
শব্দার্থ
বঙ্গানুবাদ
0 Comments