M.A Bengali Syllabus of Calcutta University Pdf | কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের বাংলা পাঠক্রম

calcutta university pg bengali syllabus

◾এই প্রতিবেদনে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের বাংলা বিষয়ের সিলেবাসের Pdf ফাইল পাবেন। Pdf ডাউনলোড করার জন্য একদম নীচের লিঙ্কে ক্লিক করুন। নীচে সিলেবাসের কিছুটা অংশ দেওয়া হল-


Calcutta University PG Bengali Syllabus -



Discipline Specific Core Course (CC)

স্নাতকোত্তর বাংলা প্রােগ্রামের পড়ুয়ারা ৪টি সেমেস্টারে মােট ১৪টি Core Course (CC) পড়বে। প্রত্যেকটি কোর্সের ক্রেডিট ৪। প্রথম দুটি সেমেস্টারে ৫টি করে এবং শেষের দুটিতে দুটি করে CC পড়বে। ৪ ক্রেডিটের ১টি কোর্সের জন্য সপ্তাহে কমপক্ষে ৪ ঘন্টার (১ ঘন্টা করে ৪টি) ক্লাস করতে হবে।


PGBNG-CC-1-1-TH

বাংলা ভাষার ইতিহাস এবং ঐতিহাসিক বর্ণনামূলক ব্যাকরণ-১ (৪০ + ১০ = ৫০) 


মডিউল-১                             ১২ + ৩ = ১৫ 

ইন্দো-ইউরােপীয় ভাষা ও প্রাচীন ভারতীয় আর্যভাষার সম্পর্ক প্রাচীন ও মধ্য-ভারতীয় আর্যভাষার বৈশিষ্ট্য, পরিচয় ও বিভিন্ন স্তর।


মডিউল-২                              ১২ + ৩ = ১৫

নব্য-ভারতীয় আর্যভাষা ও বাংলা, বাংলা ভাষার জন্ম-উৎসগত বৰ্গীকরণ, নব্য-ভারতীয় আর্যভাষাগুলির সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক, আর্যেতর ভাষা ও বাংলা ভাষা, বাংলা ভাষার বিভিন্ন স্তর, নিদর্শন ও বৈশিষ্ট্য।


মডিউল-৩                              ১৬ + ৪ = ২০ 

ক. ধ্বনিতত্ত্ব বাগযন্ত্র, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ, দ্বিস্বর, সংযুক্ত ব্যঞ্জন, সিলেবলের ধারণা, স্বনিম ও বিস্বনের পার্থক্য, স্বনিম নির্ধারণের পদ্ধতি, বাংলা স্বনিমের বিন্যাস।

খ. আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা (IPA), বাংলা থেকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যন্তরণ।


PGBNG-CC-1-2-TH 

বাংলার সমাজ-সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস (প্রাগাধুনিক পর্যায়) (৪০ + ১০ = ৫০) 


মডিউল-১                             ১২ + ৩ = ১৫ 

নবম-দশম শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত সময়কালে বাংলার আর্থ-রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট এবং সমকালীন সাহিত্যে তার প্রভাব ও প্রতিফলন।


মডিউল-২                             ১২ + ৩ = ১৫

ষােড়শ ও সপ্তদশ শতকীয় সর্বভারতীয় ভক্তি আন্দোলনের আলােকে বাংলার ভক্তিবাদ- গৌড়ীয় বৈষুব দর্শন ও সূফি দর্শন এবং সমকালীন বাঙালির সাহিত্যকর্মে এবং জীবনচেতনায় এগুলির প্রভাব বিচার। এই দুই শতকের অন্যান্য ধর্মীয় প্রবণতা ও সাহিত্য।


মডিউল-৩                             ১৬ + ৪ = ২০ 

অষ্টাদশ শতকের বাংলার আর্থ-রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। বিভিন্ন লােকায়ত ও বিমিশ্র ধর্ম ও দর্শনচেতনার স্বরূপ সন্ধান এবং বাঙালির শীলিত ও লােকসাহিত্য চর্চায় সেগুলির প্রভাব ও প্রতিফলন। মধ্যযুগের প্রান্তিক পর্ব এবং সাহিত্যে তার প্রতিফলন।



◾স্নাতকোত্তর স্তরের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের Pdf ফাইল ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

লিঙ্ক: 

🔴বিশেষ কিছু কারনে Pdf লিঙ্ক সরানো হল।  Pdf পেতে আমাদের WhatsApp করুন।

WhatsApp me: 7364004856

Post a Comment

0 Comments