◾এই প্রতিবেদনে আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের বাংলা বিষয়ের সিলেবাসের Pdf ফাইল পাবেন। Pdf ডাউনলোড করার জন্য একদম নীচের লিঙ্কে ক্লিক করুন। নীচে সিলেবাসের কিছুটা অংশ দেওয়া হল-
Calcutta University PG Bengali Syllabus -
স্নাতকোত্তর বাংলা প্রােগ্রামের পড়ুয়ারা ৪টি সেমেস্টারে মােট ১৪টি Core Course (CC) পড়বে। প্রত্যেকটি কোর্সের ক্রেডিট ৪। প্রথম দুটি সেমেস্টারে ৫টি করে এবং শেষের দুটিতে দুটি করে CC পড়বে। ৪ ক্রেডিটের ১টি কোর্সের জন্য সপ্তাহে কমপক্ষে ৪ ঘন্টার (১ ঘন্টা করে ৪টি) ক্লাস করতে হবে।
PGBNG-CC-1-1-TH
বাংলা ভাষার ইতিহাস এবং ঐতিহাসিক বর্ণনামূলক ব্যাকরণ-১ (৪০ + ১০ = ৫০)
মডিউল-১ ১২ + ৩ = ১৫
ইন্দো-ইউরােপীয় ভাষা ও প্রাচীন ভারতীয় আর্যভাষার সম্পর্ক প্রাচীন ও মধ্য-ভারতীয় আর্যভাষার বৈশিষ্ট্য, পরিচয় ও বিভিন্ন স্তর।
মডিউল-২ ১২ + ৩ = ১৫
নব্য-ভারতীয় আর্যভাষা ও বাংলা, বাংলা ভাষার জন্ম-উৎসগত বৰ্গীকরণ, নব্য-ভারতীয় আর্যভাষাগুলির সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক, আর্যেতর ভাষা ও বাংলা ভাষা, বাংলা ভাষার বিভিন্ন স্তর, নিদর্শন ও বৈশিষ্ট্য।
মডিউল-৩ ১৬ + ৪ = ২০
ক. ধ্বনিতত্ত্ব বাগযন্ত্র, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ, দ্বিস্বর, সংযুক্ত ব্যঞ্জন, সিলেবলের ধারণা, স্বনিম ও বিস্বনের পার্থক্য, স্বনিম নির্ধারণের পদ্ধতি, বাংলা স্বনিমের বিন্যাস।
খ. আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা (IPA), বাংলা থেকে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্যন্তরণ।
PGBNG-CC-1-2-TH
বাংলার সমাজ-সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস (প্রাগাধুনিক পর্যায়) (৪০ + ১০ = ৫০)
মডিউল-১ ১২ + ৩ = ১৫
নবম-দশম শতক থেকে পঞ্চদশ শতক পর্যন্ত সময়কালে বাংলার আর্থ-রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট এবং সমকালীন সাহিত্যে তার প্রভাব ও প্রতিফলন।
মডিউল-২ ১২ + ৩ = ১৫
ষােড়শ ও সপ্তদশ শতকীয় সর্বভারতীয় ভক্তি আন্দোলনের আলােকে বাংলার ভক্তিবাদ- গৌড়ীয় বৈষুব দর্শন ও সূফি দর্শন এবং সমকালীন বাঙালির সাহিত্যকর্মে এবং জীবনচেতনায় এগুলির প্রভাব বিচার। এই দুই শতকের অন্যান্য ধর্মীয় প্রবণতা ও সাহিত্য।
মডিউল-৩ ১৬ + ৪ = ২০
অষ্টাদশ শতকের বাংলার আর্থ-রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। বিভিন্ন লােকায়ত ও বিমিশ্র ধর্ম ও দর্শনচেতনার স্বরূপ সন্ধান এবং বাঙালির শীলিত ও লােকসাহিত্য চর্চায় সেগুলির প্রভাব ও প্রতিফলন। মধ্যযুগের প্রান্তিক পর্ব এবং সাহিত্যে তার প্রতিফলন।
◾স্নাতকোত্তর স্তরের বাংলা বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের Pdf ফাইল ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
লিঙ্ক:
🔴বিশেষ কিছু কারনে Pdf লিঙ্ক সরানো হল। Pdf পেতে আমাদের WhatsApp করুন।
0 Comments