ডিজিটাল পেমেন্ট:
অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী রিচার্জ অথবা ইলেকট্রিসিটি বিল জমা নিজের মোবাইল থেকেই করে থাকেন। আর এসবের ক্ষেত্রে Paytm, Phonepe প্রভৃতির মতো ডিজিট্যাল পেমেন্ট প্লাটফর্মগুলি বেশি ব্যবহৃত হয়।
আপনিও কী Paytm অথবা Phonepe ব্যবহার করেন? তাহলে এই তথ্যটি আপনার জানা প্রয়োজন।
বেশ কিছু মাস আগে থেকেই Phonepe কোম্পানি সারচার্জ কাটা শুরু করেছে। তখনও Paytm কোনো সারচার্জ কাটতো না কিন্তু ইদানিং Paytm ও সারচার্জ কাটা শুরু করছে। সারচার্জ ব্যাপারটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না। আসুন জেনে নিই সারচার্জ কী?
সারচার্জ কী?
কোনো কোম্পানি যদি কোনো পরিষেবার উপর অতিরিক্ত চার্জ নেয়, তখন তা সারচার্জ বলে গন্য হয়।
ধরুন আপনি যদি 209 টাকা রিজার্জ করেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে 210 টাকা কেটে নেওয়া হয় তাহলে ওই 1 টাকা হল সারচার্জ।
আপনি হয়তো তাড়াহুড়োই এই বিষয়টি লক্ষ্য করেননি কিন্তু আপনার অজান্তেই Paytm অথবা Phonepe -র মতো কোম্পানিগুলি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে সারচার্জ।
Paytm Surcharge:
মোবাইল রিচার্জ হোক বা বিল পেমেন্ট Paytm ও কাটছে সারচার্জ। বলে দিই মোবাইল রিচার্জের ক্ষেত্রে Paytm সারচার্জ নিচ্ছে ১ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত। যদিও সকল ব্যবহারকারীর থেকে এই সারচার্জ নেওয়া হচ্ছে না। তবে অধিকাংশ Paytm ব্যবহারকারীর থেকে এই অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে।
🔥এই তথ্যটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনার থেকে কী সারচার্জ কাটছে সেটিও জানাতে ভুলবেন না। এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন।👇👇
0 Comments