তরুণের স্বপ্ন প্রকল্প ২০২২:
আপনি কী সদ্য একাদশ শ্রেণী পাশ করে দ্বাদশ শ্রেনীতে উত্তীর্ণ হয়েছেন ? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। গত দু-বছর করোনা মহামারির দাপটে যখন স্কুল,কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়,সেই পরিস্থিতিতে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হত। তবে অনেক দরিদ্র ছাত্রছাত্রী স্মার্টফোন না থাকার কারনে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারত না। তাই পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকা দেওয়ার কথা ঘোষনা করেন। এই প্রকল্পটির নাম দেওয়া হয় "তরুনের স্বপ্ন"।
গতবছরে এই টাকা বিতরন করার সময় সরকারকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন- কোনো ছাত্রছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই আবার অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্ট সক্রিয় নেই এছাড়াও কোনো কোনো ছাত্রছাত্রীদের ভূল তথ্য জমা পড়েছিল। এইসব নানা কারনে অনেক ছাত্রছাত্রী টাকা পাননি। তাই এবছর সরকার এই বিষয়ে বিশেষ নজর দিয়েছেন। ইতিমধ্যেই স্কুল কতৃপক্ষদের শিক্ষা দপ্তরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ৩১-শে জুলাইয়ের মধ্যে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য বিকাশ ভবনে জমা করা হয়।
সম্ভবত সেপ্টেম্বর মাস থেকেই ট্যাব বা স্মার্টফোনের ১০,০০০ টাকা দেওয়া শুরু হয়ে যাবে।
তথ্যটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান এবং আপনার বন্ধু-বান্ধব দের শেয়ার করুন।
0 Comments