কপিরাইট ফ্রি ছবি এবং ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট | Copyright free image and video website


Non Copyright Image and Video website

আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন কীভাবে বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি এবং ভিডিও ডাউনলোড করা যায়।

কপিরাইট ফ্রি ছবি এবং ভিডিও ডাউনলোড :

 যারা ইউটিউব ভিডিও করবেন ভাবছেন তাদের এটা জেনে রাখা প্রয়োজন আপনার ভিডিও-তে কখনই যেকোনো ছবি,ভিডিও,মিউজিক ব্যবহার করতে পারবেন না। যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে। কপিরাইট ক্লেম এলে আপনি সেই ভিডিও থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। এমনকি ওই ছবি,ভিডিও অথবা মিউজিক এর মালিক আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এবং আপনার চ্যানেলে ৩টি কপিরাইট স্ট্রাইক হলেই আপনার চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে। এই কারনে আপনাদের কপিরাইট ফ্রি ছবি এবং ভিডিও ব্যবহার করতে হবে।


Copyright free image and video


নীচে কয়েকটি ওয়েবসাইট দিলাম যেগুলি থেকে বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন।

১. Unsplash.com

 Unsplash একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে সম্পূর্ণ বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি পাওয়া যায়। এই সাইটের সমস্ত ছবি হাই কোয়ালিটি এবং কপিরাইট ফ্রি। তাই এখান থেকে আপনি যেকোনো ছবি ডাউনলোড করে কোনোরকম চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারেন।

২. Videezy.com

এই ওয়েবসাইটে আপনি পাবেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কপিরাইট ফ্রি ভিডিও।

৩. Videvo.net

এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন বিনামূল্যে কপিরাইট ফ্রি ভিডিও,মিউজিক,সাউন্ড এফেক্ট,মোশন গ্রাফিক্স ইত্যাদি।

আরো পড়ুন: এই অ্যাপটি ১০ মিনিট ব্যবহার করুন আর আয় করুন ১০০ টাকা। ---বিস্তারিত জানুন।

৪. Pexels.com

এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন হাই কোয়ালিটির কপিরাইট ফ্রি ছবি এবং ভিডিও।

৫. Pixabay.com

সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটির নাম হল Pixabay.com। এখানে আপনি যেমন কপিরাইট ফ্রি ছবিও পাবেন তেমনই কপিরাইট ফ্রি ভিডিও,মিউজিক,সাউন্ড এফেক্টও পেয়ে যাবেন।


এই ছিল বেশ কিছু ওয়েবসাইট যেখান থেকে বিনামূল্যে কপিরাইট ফ্রি ছবি,ভিডিও,মিউজিক ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। 

আরো পড়ুন: অনলাইন থেকে টাকা আয় করার উপায় ----বিস্তারিত জানুন

ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট করুন।

আমাদের WhatsApp গ্রুপে জয়েন করতে পারেন।

WhatsApp: 7364004856

Post a Comment

0 Comments