মাত্র দশ মিনিট এই অ্যাপ ব্যবহার করুন আর আয় করুন ১০০ টাকা পর্যন্ত


অনলাইন ইনকাম:

আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে একটি অ্যাপ প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় ব্যবহার করে ভালো টাকা আয় করা যায়। আসুন জেনে নেওয়া যাক কী সেই অ্যাপ। 

প্রথমে বলি এই অ্যাপটি ভারতের-ই একটি অ্যাপ এবং সম্পূর্ণ সুরক্ষিত। এই অ্যাপটি ফেসবুক,টুইটার -এর মতো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এখানে আপনি ছবি,ভিডিও ইত্যাদি পোস্ট করতে ও দেখতে পারবেন। এখানে আপনি আপনার পছন্দের নিউজ চ্যানেল ও খুঁজে পাবেন। এই অ্যাপটি ইংরেজি,হিন্দি,বাংলা সহ ১০ টির বেশি ভারতীয় ভাষায় উপলব্ধ আছে। এছাড়াও এই অ্যাপটি ১ কোটির বেশি মানুষ ব্যবহার করছে। অ্যাপটির নাম হল "কু"। 


টাকা ইনকাম করবেন কীভাবে?

এবার জানব কীভাবে এই অ্যাপ ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন। নীচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল।

স্টেপ-১

 প্রথমে আপনাকে Play Store থেকে koo লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করতে হবে।


স্টেপ-২

এরপর অ্যাপটি ওপেন করে আপনাকে ভাষা পছন্দ করে নিতে হবে, তারপর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে। এবার একে একে আপনার নাম,প্রোফাইল ছবি ইত্যাদি দিতে হবে। সবকিছু হলে আপনি অ্যাপের হোম পেজে চলে আসবেন।


স্টেপ-৩

তারপর হোমপেজে দেখবেন একটি ১০ মিনিটের টাইমার চলছে এবং কিছু পরিমান কয়েন রয়েছে। প্রতিদিন অ্যাপটি ১০ মিনিট ব্যবহার করলে কয়েন আপনার অ্যাকাউন্টে যুক্ত হতে থাকবে। ১ম দিন ১০০ কয়েন,২য় দিন ২০০ কয়েন....। এভাবে প্রতিদিন কয়েন বারতে থাকবে। আপনার কাজ শুধু প্রতিদিন ১০ মিনিট অ্যাপটি ব্যবহার করা। 



কীভাবে টাকা তুলতে পারবেন?


টাকা ইনকাম করবার পর টাকা তোলার পালা। বলে দিই এই অ্যাপে এক টাকা হলেই টাকা তোলা যায়। তবে একটু বেশি টাকা ইনকাম করবার পর তোলাই ভালো। নীচে টাকা উইথড্র কীভাবে করবেন তা দেওয়া হল।

স্টেপ-১

 টাকা তোলার জন্য আপনাকে টাইমার-এ বা নীচে "আপনার কয়েনগুলি ক্লেম করুন" -এ ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ চলে আসবে। 

স্টেপ-২

এখানে নীচের দিকে দেখবেন "Withdraw"/"উইথড্র" অপশন।ওই "Withdraw"/"উইথড্র" অপশনে ক্লিক করুন।

স্টেপ-৩

 এরপর আপনাকে আপনার upi আইডি দিতে হবে। upi আইডি দেওয়ার পর নীচে "Continue" বা "এগিয়ে যান" -অপশনে ক্লিক করুন এবং কিছুক্ষণের মধ্যেই টাকা Withdraw হয়ে যাবে।


(কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানান।)

 

আরো পড়ুন:  Upi আইডি খুজবেন কীভাবে?

Post a Comment

0 Comments