কলকাতা বিশ্ববিদ্যালয় (CU) -র বিভিন্ন সেমেস্টারের রেজাল্ট কীভাবে দেখবেন? | Calcutta University result



University of Calcutta:

"কলকাতা বিশ্ববিদ্যালয়" হল পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। 151 টি কলেজ এবং 21 টি ইন্সটিটিউট এই প্রতিষ্ঠানের সাথে অধিভুক্ত। সম্প্রতি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 


Calcutta University Result:

আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের(UG) বিভিন্ন সেমেস্টারের রেজাল্ট দেখতে হয়।


স্টেপ-১

প্রথমে আপনাকে Wbresults.nic.in ওয়েবসাইটে আসতে হবে। অথবা নীচের "Click Here" লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সাইটে চলে আসতে পারেন।

লিঙ্ক:


স্টেপ-২

এরপর "Latest Announcement" -এর ঠিক নীচে আপনি যে সেমেস্টারের রেজাল্ট দেখতে চান সেটির অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করুন।

(বি:দ্র: রেজাল্ট আউটের নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের পরই অপশনটি খুঁজে পাবেন।)


স্টেপ-৩

তারপর নতুন পেজে "Please Enter Your Roll No." -এর নীচে একটি বক্স পাবেন। ওখানে আপনাকে আপনার ১২ সংখ্যার রোল নম্বর লিখতে হবে। এবং নীচের "Enter Captcha" বক্সে ক্যাপচা ফিল করতে হবে। অর্থাৎ পাশের ছবিতে যা লেখা সেটি ওই বক্সে লিখতে হবে।


স্টেপ-৪

সবশেষে "Submit" অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে। 


  -এই চারটি ধাপ অনুসরন করলে আপনি খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন


যেসব ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হবে-

wbresults.nic.in 

www.exametc.in


কোন সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে সেটি জানতে অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট অনুসরন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট: 

www.caluniv.ac.in


◾আমাদের WhatsApp Group -এ জয়েন হতে পারেন।

WhatsApp: 7364004856

Post a Comment

0 Comments