Airtel রিচার্জ করে টাকা আয় করুন | airtel recharge commission app


Multi Mobile Recharge Business for Retailer

আপনি কী বাড়িতে বসে কিছুটা টাকা আয় করতে চান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজ আপনারা জানতে পারবেন কীভাবে বাড়িতে বসে কেবলমাত্র রিচার্জ করে বেশ ভালো টাকা আয় করা যায়। 


Airtel Recharge and earn commission:

প্রথমে বলি এই পরিষেবা কেবলমাত্র এয়ারটেল গ্রাহকদের জন্য উপলব্ধ। যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তারা নিশ্চয় Airtel Thanks অ্যাপের ব্যাপারে জানেন। যারা জানেন না তাদের জন্য বলে রাখি Airtel Thanks হল এয়ারটেল কোম্পানির অফিসিয়াল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক তাদের এয়ারটেল নাম্বারের প্যাক ভ্যালিডিটি,ডেটা ব্যালেন্স ইত্যাদি দেখতে পারবেন এছাড়াও গ্রাহক রিচার্জ পরিষেবা,ব্যাংক পরিষেবা সহ একাধিক সুবিধা পেয়ে থাকেন। 

কিন্তু অনেকেই জানেন না এয়ারটেল কোম্পানি গ্রাহকদের জন্য এনেছে একটি বিশেষ সুবিধা। যার নাম "Airtel Superhero", এর মাধ্যমে গ্রাহকরা মোবাইল রিচার্জের উপর ভালো পরিমান কমিশন পাবেন।

১. কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়?

২. কীভাবে রিচার্জ করতে হয়?

৩. কত টাকা কমিশন পাওয়া যায়?

৪. এই অ্যাপের ভালো দিক গুলি কী কী?


Airtel Superhero:


কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়?

স্টেপ-১

প্রথমে আপনাকে Airtel Thanks অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর মোবাইল নম্বর,ওটিপি সাবমিট করে অ্যাপে লগ ইন হতে হবে।

স্টেপ-২

তারপর নীচের দিকে Recharge, Pay Bills, My Coupons প্রভৃতি অপশন পাবেন ওখানে সাইডের দিকে সরিয়ে সরিয়ে গেলে "Earn 4%" অপশন পেয়ে যাবেন। ওই অপশনে ক্লিক করুন।

স্টেপ -৩

এবার আপনি একটি নতুন পেজে চলে আসবেন। এখানে Airtel Superhero সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পাবেন। আপনাকে একটু স্ক্রোল ডাউন করে নীচের দিকের "Enroll Now" অপশনে ক্লিক করতে হবে।

এভাবেই খুব সহজে আপনি "Airtel Superhero" -তে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

জিও সিমে রিচার্জ করে টাকা আয় করুন।

 

কীভাবে রিচার্জ করতে হয়?

স্টেপ-১

প্রথমে আপনাকে অ্যাপের হোমপেজের "Recharge" অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে "Prepaid" সিলেক্ট করে নিতে হবে।

স্টেপ-২

তারপর "Enter Number" -এ ক্লিক করে যে নাম্বারে রিচার্জ করতে চান সেটি লিখুন এবং কত টাকা রিচার্জ করতে চান সেটি দিন।

স্টেপ-৩

সবশেষে যেকোনো পেমেন্ট মেথোড (Paytm,Phonepe,Upi Etc) থেকে পেমেন্ট করলেই রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে।


কত টাকা কমিশন পাওয়া যায়?

প্রতি রিচার্জে 4% কমিশন পাওয়া যায়। বলে রাখি এই অ্যাপে কমিশন পাওয়ার নিয়মটা একটু অন্য রকম। ধরুন আপনি 239 টাকা রিচার্জ করলেন আপনাকে 229 টাকা পে করতে হল। ওই 10 টাকা আপনার কমিশন। তবে এই অ্যাপে কেবল মাত্র 179 বা তার বেশি টাকা রিচার্জ করলেই কমিশন পাওয়া যায়।


যেকোনো সিমে রিচার্জ করুন একই অ্যাপ থেকে এবং ভালো কমিশন পান


এই অ্যাপের ভালো দিক গুলি কী কী?

 ১. এটি এয়ারটেল কোম্পানির নিজস্ব অ্যাপ হওয়ায় যেকোনো সমস্যা হলে কাস্টমার কেয়ার নাম্বারে ফোন করতে পারবেন।

 ২. এই অ্যাপে টাকা অ্যাড করার প্রয়োজন নেই। রিচার্জ করবার সময় সরাসরি যেকোনো পেমেন্ট মেথড থেকে পে করলেই হবে।


আরো পড়ুন: কীভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়।


◾যেকোনো জিজ্ঞাসা থাকলে অথবা সমস্যা হলে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে সরাসরি WhatsApp করতে পারেন। আমাদের WhatsApp Group -এ জয়েন হতে পারেন।


WhatsApp me: 7364004856

WhatsApp Group: 


Post a Comment

1 Comments

  1. য়পার্জন করার জন্য ভাল ট্রিক্স।
    www.androidteacher247.com

    ReplyDelete