Breaking News: বদলে যেতে চলেছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। | Hs Exam 2023 New Rule


HS Examination 2023 New Rule: 

পরবর্তী বছর থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বদলে যেতে চলেছে প্রশ্নপত্রের ধরন। আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের দুটি ভাগ থাকত, একটি Part-1 এবং আর একটি Part-2। Part-1 -এ থাকত বড়ো প্রশ্ন যেটির উত্তর পৃথক উত্তরপত্রে লিখতে হত এবং Part-2 -এ থাকত ছোটো প্রশ্ন (MCQ এবং SAQ)। কিন্তু পরবর্তী বছর (উঃ মাঃ-২০২৩) থেকে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ক্ষেত্রে Part-1 ও Part-2 -এই দুটি ভাগ থাকবে না বরং একটিমাত্র প্রশ্নপত্র থাকবে। এবং প্রশ্নপত্রে কোনো উত্তর লেখা চলবে না, পৃথক উত্তরপত্রে উত্তর লিখতে হবে।

6 সেপ্টেম্বর উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে -

"নির্দেশানুযায়ী সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরীক্ষক, প্রধান পরীক্ষক, ইনভিজিলেটরসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সম্পর্কে ছাত্র-ছাত্রী, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়ে সংসদ ও নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

১) ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক Part-A এবং Part-B ( Question Cum Answer Booklet) এই দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। এর ফলে Part-A ও Part-B দুটি অংশকে পরীক্ষা শেষে যুক্ত করার আর প্রয়োজন থাকছে না।

২) প্রশ্নের (একটি মাত্র প্রশ্নপত্র ) উত্তর লেখার জন্য XI এর বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধুমাত্র একটি মাত্র উত্তরপত্র থাকছে। যেখানে পরীক্ষার্থীরা উত্তর লিখবে। প্রশ্নপত্রের মধ্যে কোনো উত্তর লেখা যাবেনা।"

Uchcha madhyamik new rule

Post a Comment

0 Comments