পাঁচটি দারুন বেসরকারী স্কলারশিপ : আবেদন করুন আর পেয়ে যান ভালো অঙ্কের টাকা | Private Scholarship for west bengal students

Private Scholarship in west bengal

বেসরকারী স্কলারশিপ:

প্রতিটা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে প্রধান যে বাঁধা টির সম্মুখীন হতে হয় তা হল অর্থাভাব। তবে এই আর্থিক বাঁধা অতিক্রম করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে।
আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে পাঁচটি বিশ্বস্ত ও জনপ্রিয় বেসরকারী স্কলারশিপ সম্পর্কে জানতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো বিভিন্ন সরকারী স্কলারশিপের সাথে এই স্কলারশিপগুলিতে আবেদন করা যাবে। 

সেরা পাঁচ বেসরকারী স্কলারশিপ:

1. Tata Capital Pankh Scholarship:

   টাটা ক্যাপিটাল কর্তৃক পরিচালিত "টাটা স্কলারশিপ" বা "টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ" - হল একটি বিখ্যাত বেসরকারী স্কলারশিপ। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তরের সকল যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা ৫০,০০০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। 
এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানুন। .....বিস্তারিত পড়ুন।


2. Vidyasarathi Scholarship:

    টাটা স্কলারশিপের মতো আরো একটি জনপ্রিয় স্কলারশিপ হল বিদ্যাসারথী স্কলারশিপ। স্কুল,কলেজ ও বিভিন্ন পেশাদারী কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। কেবলমাত্র পাশ নম্বর থাকলেই এই স্কলারশিপে আবেদন করা যায়।
এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানুন। .....বিস্তারিত পড়ুন।

3. Keep India Smiling Scholarship:
  
    "Keep India Smiling scholarship" বা "Colgate Scholarship" -হল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের স্বপ্নকে বাস্তবে পরিনত করতে গৃহীত উদ্যোগ। একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর এবং নানান পেশাগত কোর্সে পঠনরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা প্রতি বছর ৩০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানুন। .....বিস্তারিত পড়ুন।

4. Sitaram Jindal Scholarship:
    
    সীতারাম জিন্দাল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি বেসরকারী স্কলারশিপ হল "Sitaram Jindal Scholarship"। একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর, স্নাতকোত্তর স্তর, বিভিন্ন পেশাদারী কোর্স প্রভৃতিতে অধ্যয়নরত সকল পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা প্রতি বছর ৪২,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানুন। .....বিস্তারিত পড়ুন।


5. Ishwar Chandra Vidyasagar Scholarship:
    
    পশ্চিমবঙ্গের বেসরকারী সংস্থা "পশ্চিম মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটি" কর্তৃক পরিচালিত একটি জনপ্রিয় স্কলারশিপ হল "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ"। অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেকোনো শ্রেণীতে অধ্যয়নরত পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা ৬০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানুন। .....বিস্তারিত পড়ুন।

 
◾প্রতিবেদনটি আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করুন। আমাদের WhatsApp Group -এ জয়েন হতে পারে পারেন।
WhatsApp: 7364004856


Yours Queries:
private scholarship for ug students in india  
private scholarship in west bengal
private scholarship in west bengal 2022 23
scholarship for madhyamik pass students in west bengal
private scholarship in west bengal 2022 for hs students
private scholarship 2022

Post a Comment

0 Comments