উচ্চমাধ্যমিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস Mcq | Hs সংস্কৃত সাহিত্যের ইতিহাস mcq



৪২. কালিদাসের মেঘদূত কোন ছন্দে রচিত?

(ক) ইন্দ্ৰবজ্রা          (খ) উপেন্দ্রবর্জা

(গ) বংশস্থবিল        (ঘ) মন্দাক্রান্তা

উত্তর- (ঘ) মন্দাক্রান্তা।


৪৩. কালিদাসের কোন্ গ্রন্থে ছ-টি ঋতুর বর্ণনা পাওয়া যায় ? 

(ক) রঘুবংশ           (খ) কুমারসম্ভব 

(গ) ঋতুসংহার       (ঘ) মেঘদূত 

উত্তর- (গ) ঋতুসংহার। 


৪৪. কালিদাসের কোন গ্রন্থে বিরহী যক্ষের অন্তর্বেদনা ফুটে উঠেছে ?  

(ক) রঘুবংশে           (গ) কুমারসম্ভবে 

(খ) মেঘদূতে           (ঘ) শকুন্তলায় 

উত্তর- (খ) মেঘদূতে।


৪৫. অভিজ্ঞানশকুন্তলম্ নাটকে নায়কের নাম কী? 

(ক) রাম                 (খ) কার্তিক 

(গ) দুষ্মন্ত               (ঘ) অগ্নিমিত্র 

উত্তর- (গ) দুষ্মন্ত।


৪৬. শকুন্তলার পুত্রের নাম কী ?

(ক) কুমার       (খ) সর্বদমন 

(গ) মাতলি      (ঘ) এদের মধ্যে কেউ নয়।

উত্তর- (খ) সর্বদমন। 


৪৭. সর্বদমনের জন্ম হয়েছিল কোথায় ? 

(ক) কম্বাশ্রমে            (খ) স্বর্গে 

(গ) মারীচাশ্রমে         (ঘ) বশিষ্ঠাশ্রমে 

উত্তর- (গ) মারীচাশ্রমে। 


৪৮. বিক্রমোর্বশীয় নাটকে নায়কের নাম কী ? 

(ক) দুষ্মন্ত             (খ) অগ্নিমিত্র 

(গ) পুরূরবা           (ঘ) উদয়ন 

উত্তর- (গ) পুরূরবা। 


৪৯. বিক্রমোর্বশীয় নাটকে নায়িকার নাম কী ? 

(ক) ধূতা               (খ) ঊর্বশী 

(গ) মালবিকা        (ঘ) বসন্তসেনা

উত্তর- (খ) ঊর্বশী।


৫০. মালবিকাগ্নিমিত্র নাটকে নায়কের নাম কী ?

(ক) দুষ্মন্ত            (খ) অগ্নিমিত্র 

(গ) উদয়ন           (ঘ) পুরুরবা

উত্তর- (খ) অগ্নিমিত্র। 


৫১. শকুন্তলা ক-টি অঙ্কবিশিষ্ট নাটক ?

(ক) পাঁচ (খ) ছয় (গ) সাত (ঘ) নয়

উত্তর- (গ) সাত। 


৫২. মালবিকাগ্নিমিত্র কয় অঙ্ক বিশিষ্ট নাটক- 

(ক) পাঁচ (খ) ছয় (গ) সাত (ঘ) নয় 

উত্তর- (ক) পাঁচ। 


৫৩. বিক্রমোর্বশীয় কয় অঙ্ক বিশিষ্ট নাটক ? 

(ক) পাঁচ (খ) ছয় (গ) সাত (ঘ) নয়

উত্তর- (ক) পাঁচ। 


৫৪. মালবিকা কোন্ দেশের রাজকন্যা ?

(ক) মগধের          (খ) বিদিশার 

(গ) বিদর্ভের          (ঘ) কোশলের

উত্তর- (গ) বিদর্ভের। 


৫৫. অভিজ্ঞানশকুন্তলা নাটকটির উৎস কী ?

(ক) রামায়ণ         (খ) মহাভারত 

(গ) ভাগবত          (ঘ) কল্কিপুরাণ 

উত্তর- (খ) মহাভারত । 


৫৬. শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন ? 

(ক) কন্ব             (খ) দুর্বাসা 

(গ) মারীচ           (ঘ) বিশ্বামিত্র 

উত্তর- (খ) দুর্বাসা 


৫৭. দুষ্মন্ত শকুন্তলাকে কোন বিধিতে বিবাহ করেন ? 

(ক) প্রাজাপত্য         (খ) ব্রাক্ষ্ম 

(গ) গান্ধর্ব                (ঘ) আর্য

উত্তর- (গ) গান্ধর্ব।


৫৮. দুষ্মন্ত কোন বংশীয় রাজা? 

(ক) রঘুবংশীয়       (খ) যদুবংশীয় 

(গ) বৃত্তিৰংশীয়      (ঘ) পুরুবংশীয় 

উত্তর- (ঘ) পুরুবংশীয়। 


৫৯. জয়দেবের রচিত গ্রন্থটির নাম ? 

(ক) মেঘদূত             (খ) পবনদূত 

(গ) গীতগোবিন্দ        (ঘ) গীতিকাব্য 

উত্তর- (গ) গীতগোবিন্দ। 


৬০. গীতগোবিন্দ কাব্যটিতে ক-টি সর্গ আছে ?

(ক) বারো           (খ) চোদ্দোটি 

(গ) সতেরোটি      (ঘ) পনেরোটি 

উত্তর- (ক) বারো। 


৬১. গীতগোবিন্দ কাব্যের নায়িকা কে ? 

(ক) সীতা            (খ) দময়ন্তী 

(গ) রাধা              (ঘ) দ্রৌপদী 

উত্তর- (গ) রাধা।


 ৬২. গীতগোবিন্দ কোন শ্রেণির কাব্য ? 

(ক) মহাকাব্য        (খ) দৃশ্যকাব্য 

(গ) দূতকাব্য         (ঘ) গীতিকাব্য

উত্তর- (ঘ) গীতিকাব্য । 


৬৩. জয়দেবের জন্মস্থান কোথায় ? 

(ক) অবন্তি          (খ) কেন্দুবিল্ব 

(গ) মগধ             (ঘ) পাটলিপুত্র 

উত্তর- (খ) কেন্দুবিল্ব ।


 ৬৪. চারুদত্তের স্ত্রীর নাম কী? 

(ক) রীতা        (গ) গীতা 

(খ) ধৃতা          (ঘ) স্মৃতা 

উত্তর- (খ) ধৃতা। 


৬৫. চারুদত্তের পুত্রের নাম কী ? 

(ক) বিট (খ) শকার (গ) রোহসেন (ঘ) শ্রূতসেন

উত্তর- (গ) রোহসেন।


Part-I দেখতে এখানে ক্লিক করুন।

Part-II দেখতে এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments