Substance of the poem Asleep in the Valley

the poet's attitude towards war revealed in the poem


Write the substance of the poem, 'Asleep in the Valley'. 

[ 'Asleep in the Valley' কবিতাটির সারাংশ লেখো।]

Or,

Write a note on the poet's attitude towards war revealed in the poem, 'Asleep In the Valley'.

[অথবা, যুদ্ধের প্রতি কবির দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখো।]

Or,

Write a note on the central idea of the poem.

[অথবা, কবিতার মূলভাব সম্পর্কে লেখো ।] 


Ans. Arthur Rimbaud has mocked war by depicting the sad condition of the young dead soldier. The soldier is lying in a cold sleep in a sunlit valley. Mother nature provides care and comfort to the soldier. His feet are on the herbs. He is provided a pillow made of fern. The young soldier lies open-mouthed. He has a smile on his face which is like that of an infant gentle and without trick. The poet also says that the humming insects don't disturb his rest as he is sleeping peacefully, one hand on his breast. But to everybody's shock, two red holes on his side give the evidence of his death. According to the poet war is nothing but an organised butchery of youth. War does not bring any progress to the civilization. In this way the poet has presented the hollowness and futility of war. 

[Arthur Rimbaud যুদ্ধকে প্রহসন করেছেন মৃত যুবক সৈন্যের দুর্দশাকে বর্ণনা করে। সূর্য স্নাত উপত্যকায় সৈন্যটি শুয়ে আছে শীতল ঘুমে আবিষ্ট হয়ে। প্রকৃতিয়া ওই সৈন্যটিকে যত্ন ও আরাম দেয়। তার পাগুলি ঝোপে রয়েছে। ফার্ণের বালিশ দেওয়া হয়েছে তাকে। সৈন্যটি খোলামুখে নুয়ে আছে। তার মুখে শিশুসুলভ একটি হাসি রয়েছে যা ছলনাবিহীন কবি আরও বলেছেন যে গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামে ব্যাঘাত ঘটাতে পারবে না কারণ সে একটি হাতকে বুকের উপর রেখে শান্তিতে ঘুমাচ্ছে। কিন্তু প্রত্যেকের বিশ্বয় জাগিয়ে দুটি লাল গর্ত তার মৃত্যুর প্রমাণ দেয়। কবির মতে যুদ্ধ আর কিছুই না, যুবকদের জন্য সংগঠিত হাড়িকাঠ মাত্র। যুদ্ধ সভ্যতার কোনো অগ্রগতি নিয়ে আসতে পারে না। এইভাবে কবি যুদ্ধের সারশূন্যতা ও নিষ্ফলতা তুলে ধরেছেন।]


আরো পড়ুন-

"Ah! Nature, Keep him warm". -Who is 'him'? Why does the poet ask nature to keep him warm? What irony is hidden here?

Post a Comment

0 Comments