Tata Scholarship: আবেদন করুন এবং পেয়ে যান 50,000 টাকা পর্যন্ত। টাটা স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য।

Tata Scholarship

The Tata Capital Pankh Scholarship:

Tata Capital Limited- কর্তৃক পরিচালিত একটি অতি জনপ্রিয় এবং বিশ্বস্ত স্কলারশিপ হল Tata Capital Pankh Scholarship। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে সহায়তা প্রদান করতে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন Tata Capital Pankh Scholarship -সংক্রান্ত যাবতীয় তথ্য।


যেমন-

 1. টাটা স্কলারশিপ -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?

 2. কত নম্বর পেলে টাটা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ? 

 3. কীভাবে আবেদন করতে হবে ?

 4. টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?

 5. কত টাকা পাবেন ?

 6. আবেদনের লাস্ট ডেট কবে ?


The Tata Capital Pankh Scholarship: 

ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের তিনটি বিভাগ রয়েছে। যথা:


(I)  The Tata Capital Pankh Scholarship Programme for Class 6 to 12 Students 2022-23 :

 ষষ্ঠ শ্রেণী থেকে উচ্চ-মাধ্যমিক পর্যন্ত স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিভাগের স্কলারশিপে আবেদন করতে পারবেন।


(II)  The Tata Capital Pankh Scholarship Programme for Professional Undergraduate Courses 2022-23 :

ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন ইত্যাদির মতো পেশাদার স্নাতক ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থী এই স্কলারশিপে আবেদন করতে পারবে।


(III) The Tata Capital Pankh Scholarship Programme for General Undergraduate Courses 2022-23 :

B.Com, B.Sc, B.B.A, B.A, ডিপ্লোমা, পলিটেকনিক ইত্যাদির মতো স্নাতক ডিগ্রি স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিভাগের স্কলারশিপে আবেদন করতে পারবেন।


 1. টাটা স্কলারশিপ -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?


     ১)  ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

     ২) আবেদনকারীর শেষ পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর থাকতে হবে।

     ৩) আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।

     ৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 4,00,000 টাকার কম হতে হবে।

     ৫) Tata Capital বা Buddy4Study -র কর্মচারীদের পরিবারের সদস্য এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

    ৬) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।


 2. কত নম্বর পেলে টাটা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ? 

  আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতেই হবে।


3. কীভাবে আবেদন করতে হবে ?

  স্টেপ-১

  প্রথমে Buddy4Study-র ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং এখানে The Tata Capital Pankh Scholarship -টি খুজে নিতে হবে। অথবা এই লিঙ্কে ক্লিক করুন https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme?ref=FeaturedRightBlock


স্টেপ-২

তারপর আপনি যে বিভাগের স্কলারশিপের যোগ্য সেটির নীচের Apply Now -এ ক্লিক করুন। (আপনি যদি Buddy4Study-তে সাইন আপ না করে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করে নিন।)


স্টেপ- ৩

এবার আপনাকে সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং শেষে যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।


স্টেপ-৪

সবকিছু হয়ে যাওয়ার পর ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

( আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন।)


4. টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?

       1. আবেদন কারীর সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।

       2. পাসপোর্ট সাইজের ছবি।

       3. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।

       4. ভর্তির প্রমাণ (স্কুল অথবা কলেজের আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)

       5. শেষ পরীক্ষার মার্কশিট।

       6. নতুন কোর্সে ভর্তির রশিদ।

       7. জাতিগত অথবা অক্ষমতা শংসাপত্র(যদি থাকে)।

       8. ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি।


 5. কত টাকা পাবেন ?

  এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থী তার টিউশন ফি -এর 80% পর্যন্ত টাকা স্কলারশিপ রূপে পেতে পারেন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীরা সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত পেতে পারেন। সাধারন স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা সর্বোচচ 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এবং পেশাদারী স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা সর্বোচচ 50,000 টাকা পর্যন্ত পেতে পারেন।


6. আবেদনের লাস্ট ডেট কবে ?

  আবেদনের শেষ তারিখ হল 31.08.22।


যোগাযোগ:

 হেল্পলাইন নম্বর: 011-430-92248

 Email: pankh@buddy4study.com

Post a Comment

0 Comments