National Scholarship (ন্যাশনাল স্কলারশিপ):
ভারত সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হল National Scholarship। ক্লাস-1 (প্রথম শ্রেণী) থেকে Ph. D পর্যন্ত সকল শিক্ষার্থীর এই স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন ন্যাশনাল স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য।
যেমন-
১) এই স্কলারশিপ আবেদনের যোগ্য কারা?
২) এই স্কলারশিপে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?
৩) কীভাবে আবেদন করব?
৪) কত টাকা পাওয়া যাবে?
এইসব তথ্য জানাবার আগে বলে দিই যে এই স্কলারশিপের বিভিন্ন বিভাগ রয়েছে।
দুটি প্রধান বিভাগ হল-
1. Pre-matric Scheme:
এই স্কলারশিপ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ুয়াদের জন্য।
2. Post Matric/Merit Cum Means (MCM)/Top Class Scholarship Sceme:
এই স্কলারশিপ ক্লাস 11 থেকে শুরু করে উচ্চ-মাধ্যমিক,স্নাতক, স্নাতকোত্তর স্তর,এছাড়াও Medical /IIT/IIM-র মতো নানান প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীর জন্য।
১) এই স্কলারশিপ আবেদনের যোগ্য কারা?
1. SC/ST/OBC/Gen -প্রত্যেকেই আবেদন করতে পারবেন (স্কলারশিপের বিভাগ অনুযায়ী ভিন্ন)।
2. স্কলারশিপে আবেদন করা শিক্ষার্থীর কমপক্ষে 50% নম্বর থাকতে হবে। (স্কলারশিপের বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন)।
২) এই স্কলারশিপে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?
1. শেষ পরীক্ষার মার্কশিট।
2. বাসিন্দা সার্টিফিকেট।
3. বয়সের শংসাপত্র।
4. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
5. জাতিগত শংসাপত্র।
6. আধার কার্ড।
7. ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি।
8. পাসপোর্ট সাইজের ছবি।
9. নতুন কোর্সে ভর্তির রশিদ।
আরো পড়ুন: বিদ্যাসারথী স্কলারশিপ
৩) কীভাবে আবেদন করব?
আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হবে। নিম্নলিখিত Step গুলি অনুসরন করুন, তাহলে খুব সহজেই আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
Step-1
আবেদন করবার জন্য প্রথমে ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট scholarships.gov.in -এ চলে যেতে হবে।
Step-2
এরপর New user register -এ ক্লিক করতে হবে। এখানে আপনি যে স্কলারশিপের জন্য আবেদন করতে চান সেটিতে ক্লিক করুন।
Step-3
তারপর যে ওয়েব পেজটি আসবে তাতে এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্যাদি পড়ে, সমস্ত শর্তাবলী মেনে Continue অপশনে ক্লিক করতে হবে।
Step-4
এখানে আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, জন্মতারিখ, রাজ্যের নাম ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
Step-5
রেজিস্ট্রেশন করবার পর আবেদনকারীর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে একটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আসবে। এরপর আবারো স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Log in to Apply -এ ক্লিক করে হবে এবং এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
Step-6
লগ ইন হওয়ার পর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এরপরই আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে।
Step-7
এরপর আবেদনকারীর বাবার নাম, মায়ের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ একাধিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল-আপ করে সাবমিট করতে হবে।
Step-8
সবশেষে আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
৪) কত টাকা পাওয়া যাবে?
এই স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে সে বিষয়ে অফিসিয়াল নোটিশে কিছু উল্লেখ করা হয়নি। তবে পারিবারিক আয়,শেষ পরীক্ষার নম্বর প্রভৃতির ভিত্তিতে টাকা দেওয়া হবে।
আরো পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
0 Comments