Vidyasarathi scholarship : আবেদন করুন এবং পেয়ে যান এক লক্ষ টাকা অবধি | বিদ্যাসারথী স্কলারশিপ সম্পূর্ণ তথ্য


Vidyasarathi scholarship


Vidyasarathi Scholarship (বিদ্যাসারথী স্কলারশিপ)

এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা অর্থের অভাবে ঠিক মতো পড়াশোনার খরচ চালাতে পারে না। তাদের পড়াশোনার খরচ চালাতে যাতে অসুবিধা না হয় তাই নানান সরকারি স্কলারশিপ -এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্কলারশিপ চালু হয়েছে। এইসব বেসরকারি স্কলারশিপ পেয়ে বহু শিক্ষার্থী নিশ্চিন্তে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। 


এমনই একটি বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হল বিদ্যাসারথী স্কলারশিপ। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন।


যেমন-

 1. বিদ্যাসারথী স্কলারশিপ্ -এর যোগ্য কারা ?
 2. কত নম্বর পেলে বিদ্যাসারথী স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ? 
 3. কীভাবে আবেদন করতে হবে ?
 4. বিদ্যাসারথী স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
 5. কত টাকা পাবেন ?


1. বিদ্যাসারথী স্কলারশিপ -এর যোগ্য কারা?


     (১) এই স্কলারশিপ্ টি ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবেন ।

     (২) এই স্কলারশিপ্ টি  ST, SC, OBC, জেনারেল, সংখ্যালঘু সবাই আবেদন করতে পারবেন ।
     (৩) এই স্কলারশিপ্ -এ আবেদন করার জন্য কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে ।
     (৪) পারিবারিক আয় পাঁচ লক্ষ টাকা বা তার কম হতে হবে ।


2. কত নম্বর পেলে বিদ্যাসারথী স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ? 


        এই স্কলারশিপ -এ আবেদন করার জন্য নম্বর নিয়ে কিছু বলা হয়নি। শুধুমাত্র পাশ নম্বর থাকলেই এই স্কলারশিপ -এ আবেদন করা যাবে।


 3. কীভাবে আবেদন করতে হবে ?


       এই স্কলারশিপ টির জন্য আবেদন প্রক্রিয়া online -এ হবে । নিজের মোবাইল ফোন বা কোনো সাইবার ক্যাফে (কম্পিউটার দোকান) থেকে এই স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ।

স্টেপ-১ 

প্রথমে নিজের মোবাইলে বা ডেস্কটপে www.vidyasaarathi.co.in এই ওয়েবসাইটে যেতে হবে।


স্টেপ-২

এরপর Apply for Scholarship এ ক্লিক করে Register Now অপশনে ক্লিক করে আবেদনকারীর নাম রেজিস্টার করে নিতে হবে।


স্টেপ-৩

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাওয়ার পর আবেদনকারীর ইমেল ও পাসওয়ার্ড দিয়ে login করে Fill Up Application এ ক্লিক করতে হবে।


স্টেপ-৪

এবার যাবতীয় তথ্য পূরণ করে উপরোক্ত ডকুমেন্টসগুলো আপলোড করে Save অপশনে ক্লিক করতে হবে।


স্টেপ-৫

তারপর Search & Apply Schemes এ ক্লিক করে যে যে স্কলারশিপে আপনি আবেদনের যোগ্য সেগুলো আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখাবে।


স্টেপ-৬

যে স্কলারশিপের জন্য আবেদনকারী আবেদন করতে চান সেটিতে Apply এ ক্লিক করে ওয়েবসাইটে প্রদত্ত Bonfire Certificate টি প্রিন্ট আউট করে তা ফিল আপ করে আবেদনকারীর শিক্ষা প্রতিষ্ঠানের হেডের কাছ থেকে সিলসহ স্বাক্ষর করিয়ে নিতে হবে এবং তা আপলোড করতে হবে ।


স্টেপ-৭

সবশেষে sumbit এ ক্লিক করতে হবে। এভাবেই খুব সহজে আপনি স্কলারশিপের জন্য আবেদন করে নিতে পারবেন।


4. বিদ্যাসারথী স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ? 


        (১) আবেদন কারীর আগের পরীক্ষার মার্কশীট  অর্থাৎ, একাদশ শ্রেণীতে পাঠ্যরত হলে মাধ্যমিকের মার্কশীট  আবার, স্নাতক স্তরে পাঠ্যরত হলে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট লাগবে ।
        (২) আবেদন কারীর পাসপোর্ট সাইজ ছবি । 
        (৩) আবেদন কারীর সচিত্র পরিচয়পত্র অর্থাৎ, (আধার কার্ড / ভোটার কার্ড ইত্যাদির যেকোনো একটি)।
        (৪) আবেদন কারীর ঠিকানার প্রমানপত্র । অর্থাৎ, (আধার কার্ড / ভোটার কার্ড ইত্যাদির যেকোনো একটি)।
        (৫) আবেদন কারীর নামে ব্যাংকের পাশবই -এর প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি ।
        (৬) নতুন ক্লাসে ভর্তির রিসিপ্ট কপি ।
        (৭) যেই শিক্ষা প্রতিষ্ঠানে পঠনরত সেই শিক্ষা প্রতিষ্ঠান -এর Fees Structure -এর নথি ।
        (৮) পারিবারিক আয় সার্টিফিকেট ।


5. কত টাকা পাবেন ?

এই স্কলারশিপের মাধ্যমে আবেদনকারীরা 10,000 থেকে 50,000 টাকা, সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত পেতে পারেন।


আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:


১) অন্য স্কলারশিপের সাথে আবেদন করা যাবে?

    হ্যাঁ, যেহেতু এটি একটি বেসরকারী স্কলারশিপ, তাই যেকোনো সরকারি অথবা বেসরকারী স্কলারশিপের সাথে আবেদন করা যাবে।

২) টাকা কি পাবই?

    এটি বেসরকারী স্কলারশিপ হওয়ায় টাকা পাবেন কিনা ১০০ শতাংশ নিশ্চিত নয়। তবে অনেকেই এই স্কলারশিপ পেয়েছেন।

তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করুন। এছাড়াও যেকোনো প্রশ্নের উত্তর জানতে দয়া করে কমেন্ট করুন।


Yours Queries:


Vidyasarathi scholarship

Vidyasarathi scholarship 2022

Vidyasarathi scholarship eligibility criteria

Vidyasarathi scholarship 2022 last date

Vidyasarathi scholarship application form

বিদ্যাসারথী স্কলারশিপ 

Post a Comment

0 Comments