কন্যাশ্রী প্রকল্প:
অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা ১৩-১৮ বছর বয়সী নারীর উচ্চশিক্ষার পথে অগ্রসর করতে গৃহীত প্রকল্পটির নাম হল "কন্যাশ্রী প্রকল্প"। এমন বহু পরিবার রয়েছে যারা আর্থিক দুর্দশা ও কুসংস্কারগ্রস্ত হয়ে তাদের কন্যা সন্তানের বয়স ১৮ বছর হওয়ার আগেই বিয়ের ব্যবস্থা করে। এই সমস্যা রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী "কন্যশ্রী প্রকল্প" শুরু করেন।
Kanyashree Application Id Search:
আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন কীভাবে কন্যাশ্রী আইডি খুঁজে পাবেন। Kanyashree id পাওয়ার দুটি উপায় রয়েছে। একটি হল অনলাইনে এবং অপরটি হল অফলাইনের মাধ্যমে।
Kanyashree Id Check
অনলাইনে কন্যাশ্রী আইডি কীভাবে পাবেন,তা নীচে স্টেপ বাই স্টেপ আলোচিত হল।
স্টেপ-১
প্রথমে আপনাকে নীচের লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি Kanyashree Prakalpa -এর ওয়েবসাইটের একটি পেজে চলে আসবেন।
স্টেপ-২
এরপর ওই পেজে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন আপনাকে কোন ইয়ার,কোন জেলা,কোন ব্লক,কোন স্কুল ইত্যাদি তথ্য দিতে হবে।
- স্টেপ-২.১
প্রথমে Year" এর পাশের "Please Select" -এ ক্লিক করে কোন বছরের কন্যাশ্রী স্কিমে আছেন,তা সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আপনি বর্তমানে k1 স্কিমে আছেন অর্থাৎ আপনি বার্ষিক ১০০০ টাকা পাচ্ছেন। এর জন্য আপনাকে প্রথমে একটি ফর্ম ফিল আপ করে স্কুলে জমা দিতে হয়েছিল। সেটি কোন বছর ওখানে তা সিলেক্ট করুন। একইভাবে k2 এর ক্ষেত্রেও একই।
- স্টেপ-২.২
এরপর "Select District", "Select Block", "Select School"/"Select College" -এর পাশের "Please Select" -এ ক্লিক করে আপনার জেলা,ব্লক,স্কুল/কলেজ সিলেক্ট করে নিতে হবে।
- স্টেপ-২.৩
এবার আপনাকে "Type of Scheme" -এর পাশে "Please Select" -এ ক্লিক করে আপনি কোন স্কিমের আন্ডারে আছেন সেটি সিলেক্ট করে নিতে হবে।
- স্টেপ-২.৪
তারপর আপনাকে "Date of Birth " -এর পাশের ঘরে ক্লিক করে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে নিতে হবে।
- স্টেপ-২.৫
এরপর "Form Serial Number" -এর পাশে ঘরে আপনার ফর্ম নাম্বারটি দিয়ে দিতে হবে। যে ফর্মটি ফিল আপ করে স্কুল বা কলেজে জমা দিয়েছিলেন সেই ফর্মের উপরদিকে বা নীচের দিকে একটি নাম্বার পাবেন, সেটিই "Form Serial Number"।
স্টেপ-৩
সবশেষে আপনাকে ক্যাপচা ফিল করতে হবে অর্থাৎ পাশের ছবিতে যা লেখা আছে সেটি বক্সে লিখতে হবে। এরপর নীচের "Submit" অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার কন্যাশ্রী আইডি সহ নানান তথ্য চলে আসবে।
অফলাইনের মাধ্যমে কীভাবে কন্যাশ্রী আইডি পাবেন?
উঃ- কন্যাশ্রী আইডি পাওয়ায় জন্য সরাসরি স্কুল/কলেজের সাথে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন:
ট্যাব কেনার ১০,০০০ টাকা কবে পাবেন।
বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান ভালো অঙ্কের টাকা।
যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জিজ্ঞাসা থাকা অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের WhatsApp Group-এ জয়েন হতে পারেন।
WhatsApp: 7364004856
0 Comments