বাসন্তিকস্বপ্নম্ নাটকের বিষয়বস্তু আলোচনা করো | উচ্চ-মাধ্যমিক সংস্কৃত পাঠ্যাংশ বাসন্তিকস্বপ্নম রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

বাসন্তিকস্বপ্নম বড়ো প্রশ্ন LAQ


বাসন্তিকস্বপ্নম্ নাটকের বিষয়বস্তু নিজের ভাষায় লেখো।

উত্তর- পন্ডিত শ্রী কৃষ্ণমাচার্য বিরচিত "বাসন্তিকস্বপ্নম" নাটকটি বিশ্ববিশ্রুত নাট্যকার শেক্সপিয়রের 'A Midsummer Night's Dream' নাটকের সংস্কৃত অনুবাদ।

 বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মা। আগামী অমাবস্যার রাত্রে প্রিয়তমা কনকলেখার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হবেন। কিন্তু অমাবস্যা আসতে তখনও চারদিন বাকি। রাজা ধৈর্য ধরতে পারছেন না, সুতরাং বিষাদক্লিষ্ট। কনকলেখা তাঁকে সান্ত্বনা দিচ্ছেন। রাজা বিবাহ অনুষ্ঠানে এক মহােৎসবের আয়ােজন করছেন। এমন সময় কন্যাকে নিয়ে কোপাবিষ্ট বৃদ্ধ ইন্দুশমার আবির্ভাব। কন্যার বিরুদ্ধে তিনি রাজার বিচারপ্রার্থী। কন্যা কৌমুদী পিতার নির্বাচিত এবং স্নেহভাজন মকরন্দকে বিবাহ করতে অনিচ্ছুক হয়ে বসন্ত নামক এক যুবকের প্রণয়প্রার্থী। কন্যার বিরুদ্ধে ইন্দুশর্মার এটাই অভিযােগ। তদানীন্তন বিচার ব্যবস্থায় কন্যাকে পিতৃনির্বাচিত পাত্রকেই বিবাহ করতে হবে, নতুবা রাজদণ্ডে দণ্ডিত হতে হবে।

রাজা কৌমুদীকে পিত্রাদেশ পালন করার জন্য উপদেশ দিচ্ছেন। বিশেষ করে মকরন্দ যুবক এবং প্রিয়দর্শন। সুতরাং, কৌমুদীর পিত্রাদেশ লঙ্ঘন করার কোনাে কারণ নেই। কিন্তু কৌমুদী বসন্তকে হৃদয় দান করেছে। সে বসন্ত ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না। তার বক্তব্য যদি তার পিতা তার (কৌমুদীর) চোখ দিয়ে দেখেন তা হলে তার পিতাও বুঝবেন যে বসন্ত সত্যই মকরন্দ অপেক্ষা সুদর্শন।

কিন্তু আইন অতিকঠোর। যদি কৌমুদী পিতৃনির্বাচিত পাত্র মকরন্দকে বিবাহ না করে, তাহলে দেশাচার অনুসারে কঠোর দণ্ড পেতে হবে এবং সেই দণ্ড হয় মৃত্যু নতুবা যাবজ্জীবন কৌমার্য। সুতরাং কৌমুদীর উচিত পিতৃনির্বাচিত পাত্রকে বিবাহ করে যৌবনকে উপভােগ করা। কিন্তু কৌমুদী আপন সিদ্ধান্তে অনড়। বসন্তকে ছাড়া সে অন্য কাউকে বিবাহ করবে না। সে মৃত্যুবরণ করতেও প্রস্তুত বা যাবজ্জীবন কৌমার্য পালন করতে প্রস্তুত; তথাপি সে মকরন্দকে বিবাহ করবে না। 

এমন সময় নেপথ্যে মৃদঙ্গধ্বনি শােনা গেল। কনকলেখা রাজাকে স্মরণ করিয়ে দিলেন যে সংগীতশালাভ্যন্তরে বহু লােকের আগমন ঘটেছে। অতএব অবিলম্বে সেখানে যাওয়া উচিত। রাজা কৌমুদীকে শেষ কথা জানিয়ে গেলেন যে পিতৃনির্বাচিত পাত্রকেই তাকে বিবাহ করতে হবে অথবা তার জন্য মৃত্যুদণ্ডরূপ শাস্তি তােলা রইল। অতঃপর সকলে প্রস্থান করলেন।


◾PDF ফাইল পেতে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের WhatsApp -এ মেসেজ করতে পারেন। এছাড়াও আমাদের WhatsApp Group -এ জয়েন হতে পারেন।

WhatsApp me: 7364004856

WhatsApp Group: 

 আরো পড়ুন: 


Post a Comment

0 Comments