নাড়িকাহপি যুগায়তে - ব্যাখ্যা করো | উচ্চ-মাধ্যমিক সংস্কৃত পাঠ্যাংশ বাসন্তিকস্বপ্নম রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Narikaopi jugaote basantik swapnam

"নাড়িকাহপি যুগায়তে" - ব্যাখ্যা করো।

উত্তর- বাসন্তিকস্বপ্নম নাট্যাংশে উদ্ধৃত অংশটির বক্তা হলেন বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মা। তিনি এই কথাটি বাগদত্তা রানী কনকলেখাকে বলেছেন।

    রাজা ইন্দ্রবর্মা আর মাত্র চারদিন পরে অমাবস্যা তিথিতে রানী কনকলেখার সাথে পরিনয় সূত্রে আবদ্ধ হবেন। রাজার মনে তৈরি হয়েছে অস্থিরতা। তিনি কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না। অস্থির চিত্তে রাজার মনে হয়েছে সময় যেন কিছুতেই এগোতে চাইছে না।

    ভাবী স্ত্রী কনকলেখার কাছে তিনি মনের কথা প্রকাশ করেছেন। তখন প্রকৃতিতেও ঘটেছিল ঋতুরাজ বসন্তের আগমন। চতুর্দিকে কোকিলের কুহুতানে ভরে উঠেছিল। বসন্ত ঋতু যেন রাজা ইন্দ্রবর্মার মনে উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলেছিল। আকাশের চাঁদকেও নিঘৃণ অর্থাৎ নিষ্ঠুর মনে হয়েছিল, চাঁদ যেন ক্ষীয়মান হয়েও দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছিল না। চারিদিকের পরিবেশ রাজার মনকে আরো পীড়া দিচ্ছিল। যত তাড়াতাড়ি চারটি দিন কেটে গিয়ে অমাবস্যা উপস্থিত হবে তত তাড়াতাড়ি তিনি কাঙ্খিত দিনটিতে রানী কনকলেখার সাথে পরিনয় সূত্রে আবদ্ধ হতে পারবেন। কিন্তু রাজার মনে হচ্ছিল সময় যেন গতি হারিয়েছে। এক একটি ক্ষন যেন এক একটি যুগ হয়ে রাজার কাছে উপস্থিত হচ্ছিল। মূলত কাঙ্খিত বস্তুটিকে লাভ করার জন্য রাজা ইন্দ্রবর্মার চিত্ত চাঞ্চল্য ঘটেছিল।


"নাড়িকাহপি যগায়তে” —উক্তিটি কার ? কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। বক্তার চরিত্রের ওপর আলােকপাত করাে।

উত্তর- রাজা তাঁর প্রিয়তমা কনকলেখাকে বিবাহ করবেন। বিবাহের দিনধার্য হয়েছে আগামী অমাবস্যার রাত্রে। আর মাত্র চার দিন বাকি। কিন্তু রাজা চারটে দিন ধৈর্য ধারণ করতে পারছেন না। তিনি অত্যন্ত বিষাদক্লিষ্ট। তিনি মদনাক্রান্ত হয়ে চন্দ্রকে তিরষ্কার করেছেন। তিনি অকপটে কনকলেখার কাছে দীনতা স্বীকার করে বলেছেন “অস্মদুদ্বাহমুদিশ্য সােঽস্মি পর্যুৎসুকঃ সখি।” এই প্রসঙ্গেই রাজা এই উক্তি করেছেন—“নাড়িকাহপি যুগায়তে।”

   বক্তার চরিত্রে রাজোচিত চারিত্রিক গুণের লেশমাত্র এখানে নেই। তিনি একজন প্রেমকাতর রাজা। আর মাত্র চার দিন পরে কনকলেখাকে অঙ্কশায়িনীরূপে পাবেন, কিন্তু চারটে দিনও তিনি ধৈর্য ধারণ করতে পারছেন না। কনকলেখা যেখানে নির্বিকার-নির্লিপ্ত, সেখানে রাজার এই ধৈর্যহীনতা নিন্দনীয়। তিনি রাজা-- ধীরােদাত্ত নায়ক। “অহং দীনমানসঃ”, “বসামি মদনাক্ৰান্তঃ”, “নাড়িকাহপি যুগায়তে”—ইত্যাদি কাতরবাক্য রাজার মুখে শােভা পায় না। কামােন্মাদনা সত্যই তাকে উন্মাদ করে তুলেছে।


◾PDF ফাইল পেতে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের WhatsApp -এ মেসেজ করতে পারেন। এছাড়াও আমাদের WhatsApp Group -এ জয়েন হতে পারেন।

WhatsApp me: 7364004856

WhatsApp Group: 

 আরো পড়ুন: 


Post a Comment

0 Comments