আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন ঘরে বসেই | Aadhar Card link with mobile number

 


আধার কার্ড মোবাইল নম্বর লিঙ্ক:

বর্তমানে ভারতের যেকোনো সরকারি প্রকল্পই হোক বা বেসরকারি কাজ, বেশিরভাগ ক্ষেত্রেই আধার কার্ড সবচেয়ে প্রয়োজনীয়। আবার এই আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আধার কার্ড ব্যবহারে অধিক সুবিধা লাভ করা যায়। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো কিভাবে ঘরে বসে নিজের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় কিংবা কিভাবে মোবাইল নাম্বার আপডেট করা যায়।

ইন্ডিয়া পোষ্ট পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে এল ডোরস্টেপ সার্ভিস। এখন থেকে যে কেউ ঘরে বসেই নিজের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আপডেট করতে পারবেন। মাত্র ৫০ টাকাতেই এই সার্ভিস পাওয়া যাবে। শুধু তাই নয় ৫ বছরের কমবয়সী শিশুদের আধার কার্ডও খুব সহজে বাড়িতে বসেই করা যাবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এগুলি সম্ভব।

এইসব সার্ভিসের জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া পোস্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তারপর পোষ্ট অফিসের তরফে আপনার সাথে যোগাযোগ করে বাড়িতে এসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আপডেট করে দেওয়া হবে।


Link Mobile number to Aadhar Card online:


কীভাবে অনলাইনে ওই ফর্ম ফিল আপ করবেন তা নীচে আলোচনা করা হল।

স্টেপ-১

 প্রথমে ইন্ডিয়া পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.ippbonline.com -এ চলে আসতে হবে। 


স্টেপ-২

এরপর থ্রি লাইন মেনু তে ক্লিক করে Service Request অপশন থেকে Non-IPPB Customers সিলেক্ট করে নিতে হবে।


স্টেপ-৩ 

তারপর DOORSTEP BANKING -এ ক্লিক করে মেইন পেজে চলে আসতে হবে। ওখানে AADHAAR-MOBILE UPDATE সিলেক্ট করে নীচের ফর্মটি ফিল আপ করতে হবে। 


স্টেপ-৪

ফর্মটিতে নাম,ঠিকানা,মোবাইল নাম্বার সহ যাবতীয় তথ্য লিখতে হবে এবং সবশেষে ক্যাপচা লিখে Submit করতে হবে। এরপর পোষ্ট অফিসের তরফে আপনার সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে এসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বা আপডেট করে দেওয়া হবে।

Post a Comment

0 Comments