পারম্পরিক স্কলারশিপ:
সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে সহায়তা প্রদান করতে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এমনই একটি বেসরকারি স্কলারশিপ হল পারম্পরিক স্কলারশিপ। আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য।
যেমন-
1. পারম্পরিক স্কলারশিপ -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?
2. কত নম্বর পেলে এই স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ?
3. কীভাবে আবেদন করতে হবে ?
4. এই স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
5. কত টাকা পাবেন ?
6. আবেদনের লাস্ট ডেট কবে ?
Paramparik Scholarship
ডাক্তারি,ইঞ্জিনিয়ারিং,গ্র্যাজুয়েশন,মাস্টার্স প্রভৃতি কোর্সে পঠনরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
1. পারম্পরিক স্কলারশিপ -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?
১) আবেদনকারীকে উচ্চ-মাধ্যমিক পাশ করতে হবে।
২) উচ্চমাধ্যমিকে 80% বা তার বেশি নম্বর থাকলে আবেদন করা যাবে।
৩) আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 5,00,000 টাকার কম হতে হবে।
৫) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2. কত নম্বর পেলে পারম্পরিক স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ?
উচ্চ-মাধ্যমিকে নূন্যতম 80% নম্বর থাকতে হবে। তবেই এই স্কলারশিপে আবেদন করা যাবে।
3. কীভাবে আবেদন করতে হবে ?
এই স্কলারশিপের আবেদন মূলত ই-মেইলের মাধ্যমে হয়ে থাকে। আবেদনকারীকে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বর্তমান কোর্সের বিস্তারিত তথ্য, পরিবারের বার্ষিক আয় সহ যাবতীয় তথ্য লিখে এবং নিম্নোক্ত ডকুমেন্টস সংযুক্ত একটি ইমেইল করতে হবে এই ইমেইল অ্যাড্রেসে- paramparik_tradition@yahoo.co.in .
4. পারম্পরিক স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
১. আবেদন কারীর সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।
২. পাসপোর্ট সাইজের ছবি।
৩. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৪. ভর্তির প্রমাণ (ভর্তির রসিদ/স্কুল অথবা কলেজের আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট ইত্যাদি)
৫. শেষ পরীক্ষার মার্কশিট
৬. জাতিগত অথবা অক্ষমতা শংসাপত্র(যদি থাকে)।
5. কত টাকা পাবেন ?
এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন পরিমান টাকা পেতে পারেন। মূলত মেধা ও পারিবারিক আয়ের উপর ভিত্তি করে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
6. আবেদনের লাস্ট ডেট কবে ?
আবেদনের কোনো লাস্ট ডেট নেই।
0 Comments