আধার কার্ড চেক:
বর্তমানে আধার কার্ড অতি প্রয়োজনীয় ডকুমেন্টস। সরকারি প্রকল্প হোক বা বেসরকারি কাজ -সকল ক্ষেত্রেই পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ড চাওয়া হয়। তবে অনেকেরই আধার কার্ডে কিছু না কিছু ভুল থাকে। আবার অনেকের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন হয়। এইসবের জন্য নিকটবর্তী পোস্ট অফিস বা আধার সেন্টার থেকে আধার কার্ড আপডেট করার প্রয়োজন হয়। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে হয়। এবং কীভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয়।
আধার কার্ডের স্ট্যাটাস চেক:
স্টেপ-১
প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ চলে আসতে হবে। তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে।
(সুবিধার্থে English ল্যাঙ্গুয়েজ চুজ করুন।)
স্টেপ-২
এবার ওই ওয়েবপেজের ঠিক নীচের দিকে "Check Aadhar Status" বলে একটি অপশন পাবেন ওখানে ক্লিক করুন।
স্টেপ-৩
ক্লিক করলেই আপনি আধার কার্ডের স্ট্যাটাস চেক করার মেইন পেজে চলে আসবেন। ওখানে "Enter Enrollment Id,SRN or URN" বক্সে আপনার Enrollment Id,SRN or URN লিখুন। এবং "Enter Captcha" বক্সে ক্যাপচা ফিল করুন অর্থাৎ ছবিতে যা লেখা তা ওই বক্সে লিখুন।
স্টেপ-৪
সবশেষে Submit অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার আধার কার্ডের স্ট্যাটাস চলে আসবে।
◾যদি স্ট্যাটাস চেক করতে সমস্যা হয় আপনি সরাসরি আধার কার্ড ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার নতুন আধার কার্ড বা আধার কার্ড সংশোধন হয়েছে কিনা। নীচে আধার কার্ড ডাউনলোড করার উপায় আলোচনা করলাম।
আধার কার্ড ডাউনলোড:
স্টেপ-১
আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে আধারের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in -এ চলে আসতে হবে। তারপর আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে। (সুবিধার্থে English ল্যাঙ্গুয়েজ চুজ করুন।)
স্টেপ-২
এবার ওই ওয়েবপেজের ঠিক নীচের দিকে "ডাউনলোড আধার" বলে একটি অপশন পাবেন ওখানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনি একটি নতুন পেজে চলে আসবেন। ওখানে আবারো "ডাউনলোড আধার" অপশন পাবেন, ওখানে ক্লিক করুন।
স্টেপ-৩
এবার "Enter Aadhaar Number" বক্সে আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে দিতে হবে।
(আপনি চাইলে Enrollment Id অথবা Virtual Id অপশন সিলেক্ট করে Enrollment Id অথবা Virtual Id -ও দিতে পারেন।)
স্টেপ-৪
তারপর "Enter Captcha" বক্সে ক্যাপচা কোড অর্থাৎ ছবিতে যা লেখা তা ওই বক্সে লিখে "Send Otp" অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে।
স্টেপ-৫
সবশেষে "Enter Otp" বক্সে Otp লিখে "Verify" অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ড PDF আকারে ডাউনলোড হয়ে যাবে।
আধার কার্ডের PDF খোলার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড চাওয়া হবে। পাসওয়ার্ড টি হল আপনার নামের প্রথম চার অক্ষর ও আপনার জন্মসাল।
উদাহরণ- যদি নাম হয় Sourav এবং জন্মসাল হয় 2004 তাহলে পাসওয়ার্ড হবে SOUR2004 ।
◾যেকোনো জিজ্ঞাসা থাকলে অথবা সমস্যা হলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের WhatsApp-এ মেসেজ করতে পারেন।
WhatsApp Number: 7364004856
0 Comments