রেশন কার্ড ডাউনলোড করুন খুব সহজে | How to get e ration card

রেশন কার্ড ছাড়া রেশন পাবেন কীভাবে । ই রেশন কার্ডের সুবিধা | ই রেশন কার্ড ডাউনলোড


রেশন কার্ড ডাউনলোড: 
সেই বহুদিন আগে থেকেই রেশন কার্ড অত্যন্ত জরুরী ডকুমেন্টস। ঠিকানার প্রমাণ হিসেবেই হোক বা নায্যমূল্যে রেশন সংগ্রহ করতে - রেশন কার্ড অতি প্রয়োজনীয়। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয়।

প্রথমে জেনে নিই,

ই-রেশন কার্ডের সুবিধা:

১. ডিজিটাল রেশন কার্ডের মতো ই রেশন কার্ড সমান কার্যকরী।
২. রেশনের দোকানে খাদ্যশস্য পেতে ই-রেশন কার্ড ধারককে তার ডিজিটাল রেশন কার্ড বহন করতে হবে না। তিনি একটি সাধারণ কাগজে মুদ্রিত ই-রেশন কার্ডের একটি অনুলিপি বহন করতে পারেন বা রেশনের দোকান থেকে খাদ্যশস্য পেতে তার মোবাইল ফোনে একটি ই-রেশন কার্ডের সফট কপি দেখাতে পারেন।
৩. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ওয়েবসাইট থেকে খুব সহজেই ই-রেশন কার্ড ডাউনলোড করা যাবে।



কারা ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন?

খাদ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত প্রত্যেকেই ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।


কীভাবে ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন?

 স্টেপ-১
প্রথমে আপনাকে Wbpds.wb.gov.in সাইটে চলে আসতে হবে তারপর ওই ওয়েবপেজে থ্রি লাইন মেনু তে ক্লিক করে "E-Citizen" -অপশনে ক্লিক করতে হবে। এরপর ওখানে "ডাউনলোড ই-কার্ড" অপশন পাবেন ওখানে ক্লিক করুন। নীচের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি ওই পেজে চলে আসতে পারেন।
লিঙ্ক: 

স্টেপ-২
ক্লিক করলেই আপনি ই-রেশন কার্ড ডাউনলোড করার ওয়েবপেজে চলে আসবেন। ওখানে "Please Enter Ration card Number" বক্সে আপনার রেশন কার্ড নাম্বার দিন এবং "Select Category" থেকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি (PHH/SPHH/AYY ইত্যাদি) সিলেক্ট করুন।


স্টেপ-৩
সবশেষে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ই রেশন কার্ড  Pdf আকারে ডাউনলোড হয়ে যাবে।

আরো পড়ুন: 



◾যেকোনো জিজ্ঞাসা থাকলে অথবা সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। অথবা আমাদের WhatsApp -এ মেসেজ করতে পারেন।

WhatsApp: 7364004856

Post a Comment

0 Comments