নবান্ন স্কলারশিপ 2022 | উত্তরকন্যা স্কলারশিপ 2022 : আবেদন করুন এবং পেয়ে যান ১০,০০০ টাকা

Nabanna Scholarship 2022

Nabanna Scholarship | Uttarkanya Scholarship


নবান্ন স্কলারশিপ 2022:

আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ চালাতে যাতে অসুবিধা না হয়, তাই সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। সেগুলির মধ্যে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ উল্লেখযোগ্য।

মূলত নবান্ন এবং উত্তরকন্যা স্কলারশিপ একই। শুধুমাত্র উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের নাম উত্তরকন্যা স্কলারশিপ এবং দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ।

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। যেমন- 

নবান্ন স্কলারশিপ আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন?

কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ?

আবেদনের জন্যে কী কী Documents লাগবে ?

কত নম্বর পেলে আবেদন করা যাবে ?

কত টাকা পাবেন ?

কবে থেকে আবেদন শুরু হবে ?


Nabanna স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা-

১. মাধ্যমিক,উচ্চ-মাধ্যমিক অথবা স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের কত নম্বর থাকতে হবে, তা নীচে বিস্তারিত আলোচনা করা হল।

  •  যদি আপনি মাধ্যমিক পাশ করে দু-বছরের উচ্চ-মাধ্যমিক কোর্সে ভর্তি হন, তাহলে আপনার মাধ্যমিক পরীক্ষায় 50% বা তার বেশি নম্বর থাকতে হবে।
  • যদি আপনি উচ্চ-মাধ্যমিক পাশ করে তিন বছরের স্নাতক স্তরে(B.A. ,B.Com. ,B.sc ও অন্যান্য পেশাদারী কোর্স) ভর্তি হন, তাহলে আপনার উচ্চ-মাধ্যমিকে কমপক্ষে 50% নম্বর থাকতে হবে। 
  • যদি আপনি স্নাতক স্তর শেষ করে স্নাতকোত্তর স্তরে(M.A. ,M.com. ,M.Sc. বা অন্যান্য পেশাদারী স্তর) ভর্তি হন তাহলে আপনার স্নাতক স্তরে কমপক্ষে 50 % নম্বর থাকতে হবে।


২. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে।

৩. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে।

৫. আবেদনকারী যদি অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করেন তাহলে তিনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।


সেরা পাঁচ বেসরকারী স্কলারশিপ: আবেদন করুন এবং পেয়ে যান ভালো অঙ্কের টাকা 


কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ?

ST./SC/OBC/GEN- প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।


আবেদনের জন্যে কী কী Documents লাগবে ?

নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করার জন্যে যে যে ডকুমেন্টস লাগবে সেগুলি হল-

১. আবেদনকারীর আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড।

২. শেষ পরীক্ষার মার্কশিট।

৩. আবেদনকারীর পরিবারের মাসিক আয় উল্লেখ করে MP/MLA Recommendation Form.

৪. বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের সই ও সিলমোহর সহ আবেদনকারীর Self Declaration। এই ঘোষণাপত্রে বর্তমান কোর্সের বিবরন,শিক্ষাবর্ষ,অন্য কোনো স্কলারশিপ পেয়েছে কিনা ইত্যাদির উল্লেখ থাকবে।

৫. DM/ SDO/ BDO / Joint B.D.O./ Executive Officer in case of Municipality / Deputy Commissioner of Corporation প্রদত্ত পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র(ইনকাম সার্টিফিকেট)।

৬. আবেদনকারীর ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স।

৭. নতুন শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রসিদ।

-উক্ত সকল ডকুমেন্ট Group-A সরকারি অফিসার দ্বারা attested করাতে হবে।


কত টাকা পাবেন ?

আবেদনকারী প্রতি বছর 10,000 টাকা পাবেন।


কবে থেকে আবেদন শুরু হবে ?

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।


কীভাবে আবেদন করব?

নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ কেবলমাত্র অফলাইনে আবেদন করা যাবে। কীভাবে এই স্কলারশিপে আবেদন করা যাবে নীচে আলোচনা করা হল।

স্টেপ-১

প্রথমে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে wbcmo.gov.in -এ গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। নীচে ফর্ম ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল।


স্টেপ-২ 

এরপর সেটিকে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে।


স্টেপ-৩

তারপর পূরন করা ফর্মটির সাথে উপরোক্ত যাবতীয় ডকুমেন্টস সংযুক্ত করে নিতে হবে।


স্টেপ-৪

এবার সম্পূর্ণ ফর্মটিকে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে। 


উত্তরকন্যা স্কলারশিপ:

উত্তরকন্যা স্কলারশিপের জন্য আবেদনকারী বা আবেদনকারীর অভিভাবককে উত্তরকন্যা অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে।

ঠিকানা:

Department of CMFF Scholarships, Office of the Chief Minister's mini Secretariat 'Uttarkanya' New Satellite Township Fulbari, Near NJP Station, Jalpaiguri


নবান্ন স্কলারশিপ:

নবান্ন স্কলারশিপের জন্য আবেদনকারী বা আবেদনকারীর অভিভাবককে নবান্ন অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে।

ঠিকানা:

Department of CMRF Scholarships, Chief Minister's Office: 'Nabanna', 14th Floor, 325 Sarat chatterjee Road, Howrah -711 102


Nabanna Scholarship form: ডাউনলোড 

Uttarkanya Scholarship form: ডাউনলোড


স্কলারশিপের হেল্পলাইন নম্বর কত?

(033) 2253 5335


স্কলারশিপ আবেদনের লাস্ট ডেট কবে?

এই স্কলারশিপের কোনো লাস্ট ডেট নেই। বর্তমান কোর্সে পড়াকালীন যেকোনো সময়ে এই স্কলারশিপে আবেদন করা যাবে।

Post a Comment

0 Comments