Sbi স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান ১৫,০০০ টা | Sbi Asha Scholarship

 

sbi asha scholarship program 2022 23


Sbi আশা স্কলারশিপ:

দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী পড়ুয়াদের পড়াশোনা অর্থের অভাবে যাতে আটকে না যায়,সেই উদ্দেশ্যে সরকার যেমন নানান স্কলারশিপের ব্যবস্থা করেছেন তেমনই বিভিন্ন বেসরকারি সংস্থাও বেশ কিছু স্কলারশিপের ব্যবস্থা করেছে। এমনই একটি জনপ্রিয় ও বিশ্বস্ত বেসরকারী স্কলারশিপ হল "Sbi আশা স্কলারশিপ"।
আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
যেমন-

1. এই স্কলারশিপ -এর যোগ্য কারা ?
2. কত নম্বর পেলে আবেদন করতে পারবেন ?
3. কী কী ডকুমেন্ট লাগবে ?
4. কিভাবে আবেদন করতে পারবেন ?
5. কত টাকা পাবেন ?
6. কবে থেকে এই স্কলারশিপ -এ অবেদন শুরু হবে ?
7. এই স্কলারশিপ -এ অবেদনের লাস্ট ডেট কবে ?
 
Sbi Asha Scholarship 

তবে আসুন জেনে নেওয়া যাক এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় খুটিনাটি তথ্য।

1. এই স্কলারশিপ -এর যোগ্য কারা ?

     (১) এই স্কলারশিপটিতে ছেলেমেয়ে, ST, SC, OBC,জেনারেল, সংখ্যালঘু সবাই আবেদন করতে পারবেন।
     (২) আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
     (৩) আবেদনকারীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যেকোনো শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে।
     (৪) আবেদনকারীর শেষ পরীক্ষায় ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে।
     (৫) পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকা বা তার কম হতে হবে।


2. কত নম্বর পেলে আবেদন করতে পারবেন ?
  
     আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে ৭৫% নম্বর পেতে হবে, তবেই আবেদন করা যাবে।
  

3. কী কী ডকুমেন্ট লাগবে ?
  
     (১) আবেদনকারীর আগের পরীক্ষার মার্কসিট। 
     (২) আবেদনকারীর আধার কার্ড।
     (৩) পারিবারিক আয় সংশাপত্র বা Income Cartificate লাগবে।
     (৪) আবেদনকারী অথবা অভিভাবকের ব্যাংকের পাশবই -এর প্রথম পৃষ্ঠার স্ক্যান-কপি।
     (৫) চলতি বছরের ভর্তির প্রমাণ (অ্যাডমিশন লেটার/বোনাফাইড সার্টিফিকেট)।
     (৬) ফি রসিদ।
     (৬) আবেদনকারীর ছবি।


4. কিভাবে আবেদন করতে পারবেন ?

   স্টেপ-১

  প্রথমে Buddy4Study-র ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং এখানে  Sbi Asha Scholarship Programme খুজে নিতে হবে। অথবা নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই পেজে চলে আসতে পারেন।


  স্টেপ-২

তারপর আপনি যে বিভাগের স্কলারশিপের যোগ্য সেটির নীচের Apply Now -এ ক্লিক করুন। (আপনি যদি Buddy4Study-তে সাইন আপ না করে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করে নিন।)


  স্টেপ- ৩

এবার আপনাকে সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং শেষে যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।


  স্টেপ-৪

সবকিছু হয়ে যাওয়ার পর ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

( আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন।)




5. কত টাকা পাবেন ?

   উঃ- এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা বছরে ১৫,০০০ টাকা পাবেন।

6. কবে থেকে এই স্কলারশিপ -এ অবেদন শুরু হবে ?

   উঃ- ইতিমধ্যেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

7. এই স্কলারশিপ -এ অবেদনের লাস্ট ডেট কবে ?
  উঃ- ১৫ অক্টোবর ২০২২।


আমাদের WhatsApp Group -এ জয়েন হন।
WhatsApp: 7364004856

আরো পড়ুন: 


Post a Comment

0 Comments