HDFC Badhte Kadam Scholarship:
Hdfc Bank -কর্তৃক পরিচালিত একটি অতি জনপ্রিয় এবং বিশ্বস্ত স্কলারশিপ হল Hdfc Badhte Kadam Scholarship। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে সহায়তা প্রদান করতে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন Hdfc Badhe kadam Scholarship সংক্রান্ত যাবতীয় তথ্য।
যেমন-
1. Hdfc Scholarship -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?
2. কত নম্বর পেলে Hdfc Scholarship -এ আবেদন করতে পারবেন ?
3. কীভাবে Hdfc Scholarship -এ আবেদন করতে হবে ?
4. Hdfc Scholarship -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
5. Hdfc Scholarship-এ কত টাকা পাওয়া যাবে?
6. Hdfc Scholarship -এ আবেদনের লাস্ট ডেট কবে ?
HDFC Badhte Kadam Scholarship:
একাদশ,দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের পাঁচটি বিভাগ রয়েছে। যথা:
(I) HDFC Badhte Kadam Scholarship 2022-23 for Class 11 and 12 Students (General Category):
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিভাগের স্কলারশিপে আবেদন করতে পারবেন।
(II) HDFC Badhte Kadam Scholarship 2022-23 General Undergraduation Programme:
সাধারন স্নাতক ডিগ্রিতে (BCom, BSc, BA, BCA, etc. ) অধ্যয়নরত শিক্ষার্থী এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
(III) HDFC Badhte Kadam Scholarship for Professional Graduation Students 2022-23:
পেশাগত স্নাতক ডিগ্রি স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিভাগের স্কলারশিপে আবেদন করতে পারবেন।
(IV) HDFC Badhte Kadam Scholarship for Students with Disabilities 2022-23:
যে সমস্ত শিক্ষার্থী 40 শতাংশ শারীরিক প্রতিবন্ধী, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
(V) HDFC Badhte Kadam Scholarship for Competitive Exam Coaching Students 2022-23:
কম্পিটিটিভ পরীক্ষার ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
1. Hdfc Scholarship -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?
১) একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
২) আবেদনকারীর শেষ পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর থাকতে হবে।
৩) আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।
৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 6,00,000 টাকার কম হতে হবে।
৫) Hdfc Bank বা Buddy4Study -র কর্মচারীদের পরিবারের সদস্য এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
৬) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।
2. কত নম্বর পেলে এইচডিএফসি স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ?
আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতেই হবে।
3. কীভাবে Hdfc Scholarship -এ আবেদন করতে হবে ?
স্টেপ-১
প্রথমে Buddy4Study-র ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং এখানে Hdfc Badhte Kadam Scholarship অপশনটি খুজে নিতে হবে। অথবা এই লিঙ্কে ক্লিক করুন https://www.buddy4study.com/page/hdfc-ltds-badhte-kadam-scholarship?ref=FeaturedRightBlock
স্টেপ-২
তারপর আপনি যে বিভাগের স্কলারশিপের যোগ্য সেটির নীচের Apply Now -এ ক্লিক করুন। (আপনি যদি Buddy4Study-তে সাইন আপ না করে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করে নিন।)
স্টেপ- ৩
এবার আপনাকে সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং শেষে যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
স্টেপ-৪
সবকিছু হয়ে যাওয়ার পর ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
( আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন।)
4. HDFC Parivartan Ecs Scholarship -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
1. আবেদন কারীর সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।
2. পাসপোর্ট সাইজের ছবি।
3. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
4. ভর্তির প্রমাণ (স্কুল অথবা কলেজের আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট, ইত্যাদি)
5. শেষ পরীক্ষার মার্কশিট।
6. নতুন কোর্সে ভর্তির রশিদ।
7. জাতিগত অথবা অক্ষমতা শংসাপত্র(যদি থাকে)।
8. ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি।
5. Hdfc Scholarship -এ কত টাকা পাওয়া যাবে?
এই স্কলারশিপের মাধ্যমে আবেদনকারী 18,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত পেতে পারেন।
6. Hdfc Scholarship -এ আবেদনের লাস্ট ডেট কবে ?
আবেদনের শেষ তারিখ হল 31.10.22।
যোগাযোগ:
হেল্পলাইন নম্বর: 011-430-92248
Email: hdfcbadhtekadam@buddy4study.com
আরো পড়ুন:
আবেদন করুন কোলগেট স্কলারশিপে আর পেয়ে যান ভালো অঙ্কের টাকা
যেকোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
WhatsApp Group: JOIN NOW
0 Comments