কোলগেট স্কলারশিপ : আবেদন করুন এবং পেয়ে যান বছরে ৩০,০০০ টাকা। Colgate Scholarship

Keep india smiling scholarship

কোলগেট স্কলারশিপ:

সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে সহায়তা প্রদান করতে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এমনই একটি বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হল কোলগেট স্কলারশিপ,যার পোশাকী নাম Keep India Smiling Foundational Scholarship। আজ আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য।


যেমন-

 1. কোলগেট স্কলারশিপ -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?

 2. কত নম্বর পেলে কোলগেট স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ? 

 3. কীভাবে আবেদন করতে হবে ?

 4. কোলগেট স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?

 5. কত টাকা পাবেন ?

 6. আবেদনের লাস্ট ডেট কবে ?


Keep India Smiling Scholarship 

একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর এবং নানান পেশাগত কোর্সে পঠনরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপের তিনটি বিভাগ রয়েছে। যথা:


(I)  Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for Class 11 :

মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিভাগের স্কলারশিপে আবেদন করতে পারবেন।


(II)  Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for 3 Year Graduation:

B.A, B.Com, B.Sc ইত্যাদির মতো তিন বছরের স্নাতক ডিগ্রি স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই বিভাগের স্কলারশিপে আবেদন করতে পারবেন।


(III)  Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme for Professional Categories:

B.E.,B.Tech, BDS, MBBS প্রভৃতি পেশাদারী ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।


 1. কোলগেট স্কলারশিপ -এ আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ?


     ১)  একাদশ শ্রেণী, স্নাতক স্তর ও নানান পেশাদারী কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

     ২) একাদশ শ্রেণীতে অধ্যয়নরত হলে মাধ্যমিকে 75% এবং স্নাতক বা অন্যান্য পেশাদারী কোর্সে অধ্যয়নরত হলে উচ্চমাধ্যমিকে 60% বা তার বেশি নম্বর থাকলে আবেদন করা যাবে।

     ৩) আবেদনকারীকে ভারতের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে।

     ৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 5,00,000 টাকার কম হতে হবে।

     ৫) আবেদনকারীকে ভারতীয় হতে হবে।


 2. কত নম্বর পেলে কোলগেট স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন ? 

  একাদশ শ্রেণীতে অধ্যয়নরত হলে মাধ্যমিকে 75% এবং স্নাতক বা অন্যান্য পেশাদারী কোর্সে অধ্যয়নরত হলে উচ্চমাধ্যমিকে 60% বা তার বেশি নম্বর থাকলে আবেদন করা যাবে।


3. কীভাবে আবেদন করতে হবে ?

  স্টেপ-১

  প্রথমে Buddy4Study-র ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং এখানে  Keep India Smiling Foundational Scholarship & Mentorship Programme খুজে নিতে হবে। অথবা নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই পেজে চলে আসতে পারেন  


 স্টেপ-২

তারপর আপনি যে বিভাগের স্কলারশিপের যোগ্য সেটির নীচের Apply Now -এ ক্লিক করুন। (আপনি যদি Buddy4Study-তে সাইন আপ না করে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করে নিন।)


 স্টেপ- ৩

এবার আপনাকে সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং শেষে যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।


 স্টেপ-৪

সবকিছু হয়ে যাওয়ার পর ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

( আবেদন প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন।)


4. কোলগেট স্কলারশিপ -এ আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?

       ১. আবেদন কারীর সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড)।

       ২. পাসপোর্ট সাইজের ছবি।

       ৩. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।

       ৪. ভর্তির প্রমাণ (ভর্তির রসিদ/স্কুল অথবা কলেজের আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট ইত্যাদি)

       ৫. শেষ পরীক্ষার মার্কশিট

       ৬. জাতিগত অথবা অক্ষমতা শংসাপত্র(যদি থাকে)।


 5. কত টাকা পাবেন ?

  এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রতি বছর 30,000 টাকা পর্যন্ত পেতে পারেন।


6. আবেদনের লাস্ট ডেট কবে ?

  আবেদনের শেষ তারিখ হল 31.12.2022।


যোগাযোগ:

 হেল্পলাইন নম্বর: 011-430-92248

 Email: keepindiasmiling@buddy4study.com

Post a Comment

0 Comments