স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যালান্স চেক | Sbi Balance Check

  

State bank of india balance enquiry | এস বি আই ব্যালেন্স চেক


State Bank of India Balance Check:

আপনি কি স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গ্রাহক? আপনি কি ঘরে বসেই নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই প্রতিবেদনে বেশ কিছু উপায় আলোচনা করলাম, যেগুলির মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।


এসবিআই ব্যালেন্স চেক:

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গ্রাহকরা চারটি উপায়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন।

1. Misscall -এর মাধ্যমে।

2. Sms -এর মাধ্যমে।

3. WhatsApp -এর মাধ্যমে।

4. বিভিন্ন অ্যাপের মাধ্যমে।



প্রথম উপায়:  

SBI Missed Call Balance Check:

এই উপায়ে আপনি কেবলমাত্র একটি Misscall এর মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথমে আপনার ব্যাংকের সাথে রেজিস্ট্রার করা মোবাইল নম্বর থেকে আপনাকে 09223766666 নম্বরে একটি Misscall দিতে হবে। Misscall দেওয়ার সাথে সাথেই আপনি আপনার ব্যাংক ব্যালেন্সের তথ্য সহ একটি sms পেয়ে যাবেন।

Sbi Missed Call Banking Registration-

◾যদি আপনি Sbi Misscall Banking Service অ্যাকটিভ না করে থাকেন, তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 'REG<SPACE>Account Number' লিখে 09223488888 -এই নম্বরে পাঠিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই ব্যাংকের তরফে আপনাকে একটি কনফারমেশন মেসেজ দেওয়া হবে এবং আপনার Misscall Banking Service অ্যাকটিভ হয়ে যাবে।



দ্বিতীয় উপায়:

Sbi Sms Balance Check:

এই উপায়ে আপনি কেবলমাত্র একটি মেসেজ পাঠিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ব্যাংকের সাথে রেজিস্ট্রার করা মোবাইল নম্বর থেকে BAL লিখে 09223766666 নম্বরে একটি sms পাঠিয়ে দিতে হবে। মেসেজ করার সাথে সাথেই আপনি একটি sms পেয়ে যাবেন, যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স সহ যাবতীয় তথ্য দেওয়া থাকবে।

◾আপনি যদি আপনার অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট দেখতে চান, তাহলে আপনাকে MSTMT লিখে 09223866666 -এই নম্বরে পাঠিয়ে দিতে হবে। মেসেজ করার সাথে সাথেই আপনি একটি sms পেয়ে যাবেন, যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট দেওয়া থাকবে।



তৃতীয় উপায়:

Sbi Whatsapp Balance Check Number:

এই উপায়ে আপনি WhatsApp-এর মাধ্যমে নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। WhatsApp -এর মাধ্যমে ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য আপনাকে 9022690266 নম্বরে Hi লিখে হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপর আপনার সামনে ব্যাংক ব্যালেন্স, মিনি স্টেটমেন্ট প্রভৃতি অপশন চলে আসবে।

Sbi Whatsapp Banking Registration-

◾ আপনার যদি WhatsApp Banking Service অ্যাকটিভ করা না থাকে, তাহলে 'WAREG<Account number>' লিখে 7208933148 নম্বরে মেসেজ পাঠিয়ে এই পরিষেবা অ্যাকটিভ করে নিতে পারেন।



চতুর্থ উপায়:

State Bank of India Online Balance Inquiry App

Misscall, Sms, WhatsApp ছাড়াও বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। শুধুমাত্র ব্যালেন্স চেক-ই নয় এই অ্যাপগুলিতে মিনি স্টেটমেন্ট, মানি ট্রান্সফার সহ একাধিক সার্ভিস পাবেন। অ্যাপগুলি হল- Yono Sbi, Sbi Quick ইত্যাদি।

Post a Comment

0 Comments