Punjab National Bank Balance Enquiry:
আপনি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক? আপনি কি ঘরে বসেই নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই প্রতিবেদনে বেশ কিছু উপায় আলোচনা করলাম, যেগুলির মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যালেন্স চেক:
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকরা তিনটি উপায়ে ব্যাংক ব্যালেন্স চেক করতে পারেন।
1. Misscall -এর মাধ্যমে।
2. Sms -এর মাধ্যমে।
3. Pnb mpassbook -অ্যাপের মাধ্যমে।
প্রথম উপায়:
Punjab National Bank Balance Check Number:
এই উপায়ে আপনি কেবলমাত্র একটি Misscall এর মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথমে আপনার ব্যাংকের সাথে রেজিস্ট্রার করা মোবাইল নম্বর থেকে আপনাকে 18001802223 অথবা 0120-2303090 নম্বরে একটি Misscall দিতে হবে। Misscall দেওয়ার সাথে সাথেই আপনি আপনার ব্যাংক ব্যালেন্সের তথ্য সহ একটি sms পেয়ে যাবেন।
দ্বিতীয় উপায়:
Punjab National Bank Balance Check by Sms:
এই উপায়ে আপনি কেবলমাত্র একটি মেসেজ পাঠিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ব্যাংকের সাথে রেজিস্ট্রার করা মোবাইল নম্বর থেকে BAL<Account Number> লিখে 5607040 নম্বরে একটি sms পাঠিয়ে দিতে হবে। মেসেজ করার সাথে সাথেই আপনি একটি sms পেয়ে যাবেন, যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স সহ যাবতীয় তথ্য দেওয়া থাকবে।
তৃতীয় উপায়:
PNB Online Balance Inquiry App
এই উপায়ে আপনি একটি অ্যাপের মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। শুধু ব্যাংক ব্যালেন্স নয়, আপনি আপনার অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্টও এই অ্যাপে পাবেন। অ্যাপটিতে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা নীচে দেওয়া হল-
- ধাপ-১
প্রথমে Play Store থেকে Pnb mpassbook অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপটি ওপেন করে Language সিলেক্ট করে নিতে হবে।
- ধাপ-২
এবার আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কাস্টমার আইডি দিয়ে দিতে হবে, যেটি আপনার পাশবই -এর প্রথম পেজে দেওয়া আছে।
- ধাপ-৩
তারপর Terms and conditions -এর বক্সে টিক দিয়ে Procced অপশনে ক্লিক করতে হবে।
- ধাপ-৪
করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। যেটি Otp -র ঘরে লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- ধাপ-৫
এরপর আপনাকে একটি Mpin তৈরি করে নিতে হবে, যা পরবর্তীতে ওই অ্যাপটি ওপেন করতে প্রয়োজন। Mpin তৈরি করার জন্য Enter New 4 Digit Mpin -এর ঘরে আপনাকে চার সংখ্যার একটি Pin লিখতে হবে। এবং Confirm Mpin -এর ঘরে পুনরায় ওই একটি Pin লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। (Mpin টি অবশ্যই মনে রাখুন।)
- ধাপ-৬
সবশেষে পুনরায় ওই Mpin দিয়ে লগ ইন করলেই আপনি অ্যাপের মেইন পেজে চলে আসবেন। যেখানে আপনার নাম, অ্যাকাউন্ট ব্যালেন্স সহ একাধিক তথ্য পাবেন। এমনকি আপনি চাইলে এই অ্যাপে আপনার অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্টও দেখতে পারেন।
0 Comments