বিকাশ ভবন স্কলারশিপ 2022 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 | Svmcm Scholarship 2022

 

Swami Vivekananada Scholarship 2022


আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার খরচ চালাতে অসুবিধা না হয়, তাই সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। যেমন- বিকাশ ভবন স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ ইত্যাদি।

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম স্কলারশিপ হল বিকাশ ভবন স্কলারশিপ বা Swami Vivekananda merit cum means scholarship (সংক্ষেপে SVMCM Scholarship)। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। যেমন- 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য কী কী যোগ্যতার প্রয়োজন?

কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ?

আবেদনের জন্যে কী কী Documents লাগবে ?

কত নম্বর পেলে আবেদন করা যাবে ?

কত টাকা পাবেন ?

কবে থেকে আবেদন শুরু হবে ?




Svmcm স্কলারশিপ আবেদনের জন্য যোগ্যতা-

১. মাধ্যমিক,উচ্চ-মাধ্যমিক অথবা স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের কত নম্বর থাকতে হবে, তা নীচে বিস্তারিত আলোচনা করা হল।

 যদি আপনি মাধ্যমিক পাশ করে দু-বছরের উচ্চ-মাধ্যমিক কোর্সে ভর্তি হন, তাহলে আপনার মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর থাকতে হবে।

যদি আপনি উচ্চ-মাধ্যমিক পাশ করে তিন বছরের স্নাতক স্তরে(B.A. ,B.Com. ,B.sc ও অন্যান্য পেশাদারী কোর্স) ভর্তি হন, তাহলে আপনার উচ্চ-মাধ্যমিকে কমপক্ষে 60% নম্বর থাকতে হবে। 

যদি আপনি স্নাতক স্তর শেষ করে স্নাতকোত্তর স্তরে(M.A. ,M.com. ,M.Sc. বা অন্যান্য পেশাদারী স্তর) ভর্তি হন তাহলে আপনার স্নাতক স্তরে কমপক্ষে 53 % নম্বর থাকতে হবে।

এছাড়াও পলিটেকনিক স্তরের ক্ষেত্রে শেষ কোয়ালিফাইং পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর থাকতে হবে।

স্নাতক স্তর (মেডিক্যাল ডিগ্রি) বা ডিপ্লোমা কোর্সের জন্য শেষ কোয়ালিফাইং পরীক্ষায় 60 % বা তার বেশি নম্বর থাকতে হবে।

স্নাতক ও স্নাতকোত্তর (ইঞ্জিনিয়ারিং) স্তরের ক্ষেত্রে শেষ কোয়ালিফাইং পরীক্ষায় যথাক্রমে 60% ও 55% বা তার বেশি নম্বর থাকতে হবে।

২. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে।

৩. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।

৫. আবেদনকারী যদি অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করে তাহলে, তিনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।


কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন ?

ST./SC/OBC/GEN- প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

আবেদনের জন্যে কী কী Documents লাগবে ?

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন করার জন্যে যে যে ডকুমেন্টস লাগবে সেগুলি হল-

১. জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)

২. শেষ পরীক্ষার মার্কশিট।

৩. শেষ পরীক্ষার এডমিট কার্ড।

৪. আবেদনকারীর আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড।

৫. পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র।

৬. আবেদনকারীর ব্যাংকের পাসবুক।

৭. নতুন শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রসিদ।


কত টাকা পাবেন ?

আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে দু-বছরের উচ্চ-মাধ্যমিক কোর্সে ভর্তি হন, তাহলে তিনি প্রতি মাসে 1000 টাকা অর্থাৎ বছরে 12000 টাকা পাবেন।

আবেদনকারী যদি উচ্চ-মাধ্যমিক পাশ করে তিন-বছরের স্নাতক স্তরে ভর্তি হন, তাহলে তিনি প্রতি মাসে 1000-5000 টাকা অর্থাৎ প্রতি বছর 12000-60000 টাকা পাবেন।

আবেদনকারী যদি স্নাতক স্তর শেষ করে স্নাতকোত্তর স্তরে ভর্তি হন,তাহলে তিনি প্রতি মাসে 2000-5000 টাকা অর্থাৎ 24000-60000 টাকা পাবেন।

আবেদনকারী যদি পলিটেকনিক স্তরে ভর্তি হন,তাহলে তিনি প্রতি মাসে 1500 টাকা অর্থাৎ বছরে 18000 টাকা পাবেন।



কবে থেকে আবেদন শুরু হবে ?

2022 বর্ষে বিকাশ ভবন স্কলারশিপের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

কীভাবে আবেদন করব?

বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে। কীভাবে স্কলারশিপে আবেদন করা যাবে নীচে আলোচনা করা হল।

স্টেপ-১

প্রথমে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে svmcm.wbhed.gov.in যেতে হবে।

স্টেপ-২ 

এরপর Registration অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ-৩

তারপর নীচের দিকে বক্স টিতে টিক দিয়ে Proceed for Registration- এ ক্লিক করুন।

স্টেপ-৪

এবার আবেদনকারীর নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, Date Of Birth ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথে একটি Application Id দেওয়া হবে।

স্টেপ-৫

তারপর আবেদনকারীর Application id ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।আবেদন করার সময় দেখে নিতে হবে সবকিছু সঠিক ভাবে পূরন করা হচ্ছে কিনা। কেননা আবেদন করার সময় কোন ভূল হলে পরবর্তীতে স্কলারশিপের টাকা পেতে সমস্যা হতে পারে।

স্কলারশিপের হেল্পলাইন নম্বর কত?

18001028014

স্কলারশিপ আবেদনের লাস্ট ডেট কবে?

মোটামুটিভাবে বলা যায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

Yours Queries:

Svmcm

Swami Vivekananda Scholarship last date 2022

Swami Vivekananda Scholarship Helpline Number

SVMCM Scholarship amount

Swami Vivekananda Scholarship eligibility

Swami Vivekananda Scholarship official website

SVMCM official website

Swami Vivekananda Scholarship

Bikash Bhavan Scholarship 2022

Bikash Bhavan Scholarship 2022 last date to apply

Bikash Bhavan Scholarship amount

Vivekananda Scholarship 2022 last date

বিকাশ ভবন স্কলারশিপ 2022 

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022

স্বামী বিবেকানন্দ কলারশিপ লাস্ট ডেট

Post a Comment

0 Comments