আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে Applicant Id এবং Password রিকভারি করা যায়।
Swami Vivekananada Scholarship Applicant Id and Password Recovery:
স্টেপ-১
প্রথমে আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এরপর ওই ওয়েবপেজের উপরের দিকের "Applicant Login" -এ ক্লিক করুন। এবার আপনার সামনে যে পপ আপ পেজ আসবে ওখানের "Forgot Applicant Id/Password" অপশনে ক্লিক করুন। তারপর আপনি Applicant id না Password রিকভারি করতে চান সেই অপশনে ক্লিক করুন।
অথবা নীচে দেওয়া 'Link' -এ ক্লিক করে আপনি সরাসরি ওই পেজে চলে আসতে পারেন।
Swami Vivekananada Scholarship Id recovery:
স্টেপ-১
আপনি যদি Applicant Id রিকভারি করতে চান তাহলে নীচে দেওয়া লিঙ্কে -এ ক্লিক করুন।
Applicant Id Recovery:
স্টেপ-২
Link -এ ক্লিক করলেই আপনার সামনে একটি পেজ ওপেন হবে ওখানে আপনাকে 'Applicant Type' সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি Fresh Applicant না Renewal Applicant... , তা সিলেক্ট করুন।
স্টেপ-৩
এবার 'Mobile No.' বক্সে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে। তারপর ক্যাপচা টাইপ করতে হবে অর্থাৎ ছবিতে যা লেখা সেটি পাশের বক্সে লিখতে হবে। সবশেষে 'Proceed' -এ ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে।
স্টেপ-৪
এরপর আপনার ফোনে আসা ওটিপি ওই পেজের Submit otp বক্সে লিখে Verify করলেই আপনার সামনে আপনার Applicant Id চলে আসবে।
Swami Vivekananada Scholarship Password recovery:
স্টেপ-১
আপনি যদি পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে নীচে দেওয়া Link -এ ক্লিক করুন।
Password Recovery:
স্টেপ-২
Link -এ ক্লিক করলেই আপনার সামনে একটি পেজ ওপেন হবে ওখানে আপনাকে 'Applicant Type' সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি Fresh Applicant না Renewal Applicant... , তা সিলেক্ট করুন।
স্টেপ-৩
এবার "Applicant Id" বক্সে আপনাকে আপনার Applicant id এবং 'Mobile No.' বক্সে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে। তারপর ক্যাপচা টাইপ করতে হবে অর্থাৎ ছবিতে যা লেখা সেটি পাশের বক্সে লিখতে হবে। সবশেষে 'Proceed' -এ ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে।
স্টেপ-৪
এরপর আপনার ফোনে আসা ওটিপি ওই পেজের Submit otp বক্সে লিখে Verify করলেই আপনার সামনে পাসওয়ার্ড রিসেট করার একটি নতুন পেজ চলে আসবে। ওই পেজে 'New Password' বক্সে আপনাকে একটি পাসওয়ার্ড লিখতে হবে এবং 'Confirm New Password' বক্সে ওই একই পাসওয়ার্ড দিতে হবে। সবশেষে পুনরায় ক্যাপচা টাইপ করে 'Reset Password' -এ ক্লিক করলেই আপনার নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে।
আরো পড়ুন:
◾যেকোনো জিজ্ঞাসা থাকলে অথবা সমস্যা হলে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে সরাসরি WhatsApp করতে পারেন। আমাদের WhatsApp Group -এ জয়েন হতে পারেন।
WhatsApp me: 7364004856
WhatsApp Group:
0 Comments