সীতারাম জিন্ডাল স্কলারশিপ: এখনই আবেদন করুন এবং পেয়ে যান ৪২,০০০ টাকা পর্যন্ত | Sitaram Jindal Scholarship west bengal

Sitaram jindal scholarship

সীতারাম জিন্দাল স্কলারশিপ:

দরিদ্র পরিবার থেকে উঠে আসা এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী আছেন যারা আর্থিক দূরাবস্থার কারনে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন না। এই সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভের পথে আর্থিক সমস্যা যাতে কখনোই বাঁধা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা স্কলারশিপ প্রদানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এমনই একটি জনপ্রিয় ও বিশ্বস্ত স্কলারশিপ হল "সীতারাম জিন্দাল স্কলারশিপ"।
আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সীতারাম জিন্দাল স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
যেমন-

1. এই স্কলারশিপ -এর যোগ্য কারা ?
2. কত নম্বর পেলে আবেদন করতে পারবেন ?
কবে থেকে এই স্কলারশিপ -এ অবেদন শুরু হবে ?
3. কী কী ডকুমেন্ট লাগবে ?
4. কিভাবে আবেদন করতে পারবেন ?
5. কত টাকা পাবেন ?
6. কবে থেকে এই স্কলারশিপ -এ অবেদন শুরু হবে ?
7. আবেদনের শেষ তারিখ কবে ?
 
Sitaram Jindal Scholarship 

তবে আসুন জেনে নেওয়া যাক এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় খুটিনাটি তথ্য।

1. এই স্কলারশিপ -এর যোগ্য কারা ?

     (১) এই স্কলারশিপ টি ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবেন ।
     (২) এই স্কলারশিপ্ টি  ST, SC, OBC,জেনারেল, সংখ্যালঘু সবাই আবেদন করতে পারবেন।
     (৩) এই স্কলারশিপ্ -এ আবেদন করার জন্য কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।
     (৪) পারিবারিক আয় দুই লক্ষ টাকা বা তার কম হতে হবে।।


2. কত নম্বর পেলে আবেদন করতে পারবেন ?
   
    (১) ক্লাস 11 অথবা 12 এ পঠনরত হলে শেষ পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে ৬৫% ও ছাত্রীদের ক্ষেত্রে ৬০% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
    (২)  ITI স্টুডেন্ট হলে শেষ পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে ৪৫% ও ছাত্রীদের ক্ষেত্রে ৩৫% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
    (৩) আন্ডার-গ্র্যাজুয়েশন স্তরে পঠনরত হলে শেষ পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে ৬০% ও ছাত্রীদের ক্ষেত্রে ৫৫% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
    (৪) পোস্ট-গ্র্যাজুয়েশন স্তরে পঠনরত হলে শেষ পরীক্ষায় ছাত্রদের ৬০% ও ছাত্রীদের ৫৫% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
    (৫) ডিপ্লোমা কোর্সে পঠনরত হলে শেষ পরীক্ষায় ছাত্রদের ৫৫% ও ছাত্রীদের ৫০% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
    (৬) ইঞ্জিনিয়ারিং পঠনরত হলে শেষ পরীক্ষায় ছাত্রদের ক্ষেত্রে ৬৫% ও ছাত্রীদের ক্ষেত্রে ৬০% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।


3. কী কী ডকুমেন্ট লাগবে ?
  
     (১) আবেদনকারীর আগের পরীক্ষার মার্কসিট। অর্থাৎ, একাদশ শ্রেণীতে পাঠ্যরত হলে মাধ্যমিকের মার্কসিট, দ্বাদশ শ্রেণীতে পাঠ্যরত হলে একাদশ শ্রেণীর পরীক্ষার মার্কসিট...।
     (২) আবেদনকারীর জন্ম সার্টিফিকেট বা DOB -এর প্রমাণপত্র লাগবে ।
     (৩) পারিবারিক আয় সংশাপত্র বা Income Cartificate লাগবে।
     (৪) নতুন কোর্সে ভর্তির রশিদ।
     (৫) হোস্টেলে থাকলে তার প্রমাণপত্র।
     (৬) যারা প্রতিবন্ধী তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে ।
  
(বি:দ্র: উপরের 4 টি ডকুমেন্ট সকলের জন্য প্রযোজ্য।)


4. কিভাবে আবেদন করতে পারবেন ?

   উঃ- এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অফলাইনে। এই স্কলারশিপ -এ আবেদন করার জন্য নীচে দেওয়া এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন -এ ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে হাতে কলমে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। ওই পূরন করা আবেদন পত্রের সাথে উপরোক্ত যাবতীয় ডকুমেন্টস সংযুক্ত করে তা শিক্ষাপ্রতিষ্ঠানের হেড এর থেকে অ্যাটেস্টেড করে নিতে হবে। একইসাথে ওই আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আবেদনকারীর পাশপোর্ট সাইজ ছবি যুক্ত করে সেটিকেও অ্যাটেস্টেড করতে হবে। এরপর ওই সম্পূর্ণ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।


ঠিকানা:
The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073
   
5. কত টাকা পাবেন ?

   উঃ- এই স্কলারশিপের মাধ্যমে প্রতিমাসে ৫০০ টাকা থেকে ৩২০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ প্রতি বছরে ৬,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। বিভিন্ন কোর্সের ক্ষেত্রে টাকার পরিমাণ বিভিন্ন রকম এবং ছাত্রীদের ক্ষেত্রে টাকার পরিমাণ বেশি। 

6. কবে থেকে এই স্কলারশিপ -এ অবেদন শুরু হবে ?

   উঃ- ইতিমধ্যেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

7. আবেদনের শেষ তারিখ কবে ?

   উঃ- এই স্কলারশিপে আবেদনের কোনো শেষ তারিখ দেওয়া হয়নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেওয়ায় ভালো।

আমাদের WhatsApp Group -এ জয়েন হন।
WhatsApp: 7364004856

আরো পড়ুন: 


Post a Comment

0 Comments