Swami Vivekananda Scholarship login | স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে লগ ইন কীভাবে হবেন

Svmcm login


পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা লাভে সহায়তা প্রদান করতে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল সেগুলির মধ্যে অন্যতম। 

আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে লগ ইন করা যায়। 

Swami Vivekananada Scholarship Login:


স্টেপ-১

প্রথমে আপনাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনি নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই ওয়েবসাইটে চলে আসতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট:


স্টেপ-২

এরপর ওই ওয়েবপেজের ঠিক উপরের দিকে "Applicant Login" অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করুন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য


স্টেপ-৩

তারপর একটি পপ আপ পেজ আসবে,ওখানে "Applicant Id" এবং "Passward" চাওয়া হবে। স্কলারশিপের ফর্ম ফিল আপ -এর পর আপনি যে হার্ড কপি পেয়েছিলেন সেটিতে "Applicant Id" পাবেন। ওই Id এবং আবেদনের সময় যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেটি দিতে হবে।


Applicant Id অথবা Passward হারিয়ে গেলে তা কীভাবে খুঁজবেন?


স্টেপ-৪

এবার Security Code -এর নীচে দেওয়া ছবিটি দেখে "Security Code" -এর বক্সটি ফিল আপ করতে হবে। সবশেষে "Log in" অপশনে ক্লিক করলেই আপনি লগ ইন হয়ে যাবেন। 

     -উক্ত ধাপগুলি অনুসরন করলে খুব সহজেই আপনি আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে লগ ইন হতে পারবেন।


আরো পড়ুন: 

বিদ্যাসারথী স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ 


◾যেকোনো জিজ্ঞাসা থাকলে অথবা সমস্যা হলে কমেন্ট করতে পারেন কিংবা আমাকে সরাসরি WhatsApp করতে পারেন। আমাদের WhatsApp Group -এ জয়েন হতে পারেন।


WhatsApp me: 7364004856

WhatsApp Group:


Post a Comment

0 Comments