Mobile Recharge Business:
আপনি কী স্কুল বা কলেজ স্টুডেন্ট ? অথবা আপনি কী অনলাইনে কিছুটা টাকা ইনকাম করতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।
আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ঘরে বসে রিচার্জ ব্যবসা করে মাস শেষে ভালো টাকা আয় করতে পারবেন। আপনি চাইলে কেবলমাত্র নিজের মোবাইলে রিচার্জ করতেও এই অ্যাপ ব্যবহার করতে পারেন।আজ যে অ্যাপটির ব্যাপারে বলবো সেই অ্যাপটির নাম হল ePayon. এই অ্যাপটির মাধ্যমে আপনি রিচার্জ,বিল পেমেন্ট ইত্যাদি করলে বেশ ভালো কমিশন পেতে পারেন।বলে রাখি অনেক দোকানেই রিচার্জের ক্ষেত্রে রিটেইলাররা এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক এই অ্যাপ সম্পর্কিত যাবতীয় তথ্য।
১. এই অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়?
২. এই অ্যাপ থেকে কীভাবে রিচার্জ করতে হয়?
৩. এই অ্যাপ থেকে রিচার্জ করলে কত টাকা কমিশন পাওয়া যায়?
৪. এই অ্যাপের হেল্পলাইন নম্বর কত?
৫. এই অ্যাপের ভালো দিক গুলি কী কী?
Best Recharge Commission App:
১. এই অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়?
স্টেপ-১
প্রথমে আপনাকে Play Store থেকে ePayon অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
স্টেপ-২
এরপর অ্যাপটি ওপেন করলে আপনি অ্যাপটির হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে ডানদিকের ঠিক উপরের দিকের "Log in/Sign up" অপশনে ক্লিক করতে হবে। কিংবা আপনি নীচের দিকে প্রোফাইল সেকশনে আসতে পারেন।
স্টেপ-৩
এখানে "Register/Log in With Google" অপশন পেয়ে যাবেন। ওই অপশনে ক্লিক করুন এবং আপনার যেকোনো Gmail অ্যাকাউন্ট সিলেক্ট করে নিন।
স্টেপ-৪
তারপর নেক্সট পেজে "Your 10 Digit Mobile Number" -বক্সে আপনাকে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। এবং "Referral Code" -বক্সে আপনাকে একটি রেফার কোড দিতে হবে।
রেফার কোড ব্যবহার করলে একস্ট্রা কমিশন পাবেন।
Referral Code: GH483933
◾আপনি এই রেফার কোডটি ব্যবহার করতে পারেন। এই কোড ব্যবহার করলে আপনার প্রথম 50 টাকা বা তার বেশি ট্রানজকশনে(রিচার্জ,বিল পেমেন্ট অথবা যেকোনো) আপনি 20 টাকা অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন।
স্টেপ-৫
এরপর নীচের "Ok" অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে আপনাকে Otp সাবমিট করতে বলা হবে। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে যে OTP আসবে,সেটি "Enter Otp" বক্সে ফিল করে "Submit Otp" -তে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
২. এই অ্যাপ থেকে কীভাবে রিচার্জ করতে হয়?
স্টেপ-১
রিচার্জ করবার জন্য আপনাকে প্রথমে টাকা অ্যাড করে নিতে হবে।
- স্টেপ-১.১
টাকা অ্যাড করার জন্য একদম উপরের দিকে "+" আইকন পাবেন, ওখানে ক্লিক করুন।
- স্টেপ-১.২
ওখানে ক্লিক করলে আপনাকে প্রথমে আপনার ফোনের লোকেশন অন করে নিতে বলা হবে। (অতিরিক্ত সুরক্ষার জন্য)
- স্টেপ-১.৩
লোকেশন অন করার পর "Pay with Upi App" পেজ দেখতে পাবেন। এখানে "Amount" -এর নীচে আপনি কত টাকা অ্যাড করতে চান সেটি লিখুন।(সর্বনিম্ন 5 টাকা শুরু করে 200000 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন।)
- স্টেপ-১.৪
তারপর "Submit" অপশনে ক্লিক করলেই আপনার Upi অ্যাপ ওপেন হয়ে যাবে। যেকোনো Upi অ্যাপ (Paytm,Phonepe,Gpay ইত্যাদি) থেকে টাকা পেমেন্ট করলেই আপনার Epayon অ্যাপে টাকা অ্যাড হয়ে যাবে।
স্টেপ-২
রিচার্জ করার জন্য "Epayon" অ্যাপের হোম পেজে Mobile অপশনে ক্লিক করে Operator(Airtel,VI,Jio,Bsnl) সিলেক্ট করে নিতে হবে।
স্টেপ-৩
তারপর "Cicle" সিলেক্ট করে নিতে হবে।(Kolkata হলে Kolkata সার্কেল এবং West Bengal হলে "West Bengal" সার্কেল সিলেক্ট করুন।)
স্টেপ-৪
এরপর যে মোবাইল নাম্বারে রিচার্জ করা হবে সেটি দিতে হবে। এবং কত টাকা রিচার্জ করবেন তা দিতে হবে। আপনি নীচের "Check Plans" -এ ক্লিক করে অফার দেখে নিতে পারেন।
স্টেপ-৫
সবশেষে "Recharge" অপশনে ক্লিক করলেই রিচার্জ সাকসেসফুল হয়ে যাবে।
৩. এই অ্যাপ থেকে রিচার্জ করলে কত টাকা কমিশন পাওয়া যায়?
এই অ্যাপ থেকে রিচার্জ করলে প্রতি ট্রানজকশনে বিভিন্ন পরিমান কমিশন পাবেন। যেমন- জিও সিম রিচার্জে 3.8% কমিশন পাওয়া যায় অর্থাৎ 100 টাকার রিচার্জে ৩ টাকা ৮০ পয়সা,200 টাকা রিচার্জে ৭ টাকা ৬০ পয়সা। একইভাবে Bsnl -এ 5%, Vi -এ 3.4%, Airtel -এ 2.7% কমিশন পাবেন।
৪. এই অ্যাপের হেল্পলাইন নম্বর কত?
Helpline Number: 7450912345 (10:00 am to 7:00 pm, Mon-Sat)
যেকোনো সমস্যা বা প্রশ্নের জন্য এই নাম্বারে ফোন করতে পারেন।
WhatsApp Number: 7450912345 (7:00 am to 10:00 pm)
যেকোনো সহায়তার জন্য এই নাম্বারে WhatsApp করতে পারেন।
৫. এই অ্যাপের ভালো দিক গুলি কী কী?
1. এই অ্যাপে রেজিস্ট্রেশন এর জন্য কোনো ডকুমেন্টস (ভোটার কার্ড,আধার কার্ড ইত্যাদি) প্রয়োজন নেই।
2. এই অ্যাপে মাত্র 5 টাকা থেকে শুরু করে 200000 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন।
3. এই অ্যাপে রিচার্জের জন্য একস্ট্রা টাকা দেওয়ার প্রয়োজন নেই বরং আপনি নিজে কমিশন পাবেন।
4. এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১০ লক্ষের বেশী। এবং অ্যাপের রেটিংও খুবই ভালো।
5. যদি রিচার্জ আন সাকসেসফুল হয় অথচ টাকা কেটে নেয় তাহলে টাকা রিফান্ড পেতে কোনো সমস্যা হবে না। কেননা এই অ্যাপের হেল্পলাইন পরিষেবা যথেষ্ট ভালো।
6. এই অ্যাপে রিচার্জের পাশাপাশি বিল পেমেন্ট,ইনস্যুরেনস,লোন প্রভৃতির টাকা পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্টের সাথে ভালো কমিশনও পাবেন।
◾যেকোনো জিজ্ঞাসা থাকলে অথবা সমস্যা হলে কমেন্ট করুন কিংবা আমাকে সরাসরি WhatsApp করতে পারেন। অথবা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন।
WhatsApp me: 7364004856
WhatsApp Group:
0 Comments