অনলাইন রিচার্জ করে টাকা ইনকাম করুন | Best online recharge app with commission

Mobile recharge app

 

Best Recharge App with Commission:

বর্তমান দুর্মূল্যের বাজারে পন্যদ্রব্যের যেমন আকাশছোঁয়া দাম তাতে মধ্যবিত্ত পরিবারের নাজেহাল অবস্থা। একেই পকেটে টান তার উপর সাধের মোবাইলের রিচার্জ করতে সাধারণ মানুষদের হিমসিম খেতে হয়। যেখানে আগে ১৪৯ টাকা রিচার্জ করলে দিব্যি চলত এক মাস, সেখানে আজ ২৪৯ টাকাতেও প্রয়োজন মতো ডেটা ব্যালেন্স পাওয়া যায় না। তাই বাধ্য হয়েই গ্রাহকদের ২৭৯,২৯৯ টাকা রিচার্জ করতে হয়। এইসব তবুও ঠিক ছিল কিন্তু তারপর থেকে শুরু হয় সারচার্জ দেওয়ার পালা। আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্নটাই আসছে "সারচার্জ আবার কী?" । ধরুন আপনি ২৯৯ টাকা রিচার্জ করলেন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হল ৩০১ টাকা। এই অতিরিক্ত চার্জ-ই সারচার্জ। আপনি PayTM, Phonepe প্রভৃতি থেকে রিচার্জ করলে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এই বিষয়টি দেখতে পাবেন।

আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন এমন বেশ কিছু অ্যাপ সম্পর্কে, যার মাধ্যমে রিচার্জ,বিল পেমেন্ট প্রভৃতি ট্রানজেকশন করলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে না বরং একস্ট্রা কমিশন আপনি নিজে পাবেন। এই অ্যাপগুলির মাধ্যমে আপনি আপনার পরিবার,বন্ধুবান্ধবদের রিচার্জ করে মাস শেষে ভালোই আয় করতে পারবেন। আসুন তবে জেনে নেওয়া যাক সেই অ্যাপগুলি কী কী?


Epayon:

  Epayon হল এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ,বিল পেমেন্ট থেকে শুরু করে ইনস্যুরেনস প্রিমিয়াম,গ্যাস বুকিং,ডিটিএইচ রিচার্জ ইত্যাদি করতে পারবেন। একইসাথে প্রতি ট্রানজেকশনে আপনি ভালো পরিমান কমিশনও পাবেন। শুধু তাই নয় এই অ্যাপের নির্দিষ্ট হেল্পলাইন নম্বরও আপনি পাবেন, যেকোনো সমস্যা হলে আপনি ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন।

 এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত পড়ুন।


JioPOS lite:

  আপনি যদি জিও সিম ব্যবহার করেন তাহলে রিচার্জ করার ক্ষেত্রে JioPOS lite অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটি রিলায়েন্স জিও -এর নিজস্ব অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে আপনি কোম্পানি থেকে বেশ ভালো কমিশন পাবেন। 

এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত পড়ুন।


Airtel Thanks:

   আপনি যদি এয়ারটেল গ্রাহক হন তাহলে Airtel Thanks -অ্যাপের ব্যাপারে নিশ্চয় জানেন। এই অ্যাপটিতে আপনি যদি Superhero অ্যাকটিভ করে নেন তাহলে আপনি আপনার পরিবার,বন্ধুবান্ধবদের রিচার্জ করলে কোম্পানির তরফে কমিশন পাবেন। 

এই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত পড়ুন।

Post a Comment

0 Comments