উচ্চ-মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস Mcq | দ্বাদশ শ্রেণীর সংস্কৃত সাহিত্যের ইতিহাস

Sanskrit Sahitter itihas mcq


১. ভাসের নাটকগুলি কে আবিষ্কার করেন? 

(ক) রাখালদাস          (গ) দয়ারাম 

(খ) হরিদাস শাস্ত্রী       (ঘ) গণপতি শাস্ত্রী 

উত্তর- (ঘ) গণপতি শাস্ত্রী।


২. ভাসের নাটকগুলি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ?

(ক) ১৯০৯             (গ) ১৭০৯

(খ) ১৮০৯              (ঘ) ১৬০৯ 

উত্তর- (ক) ১৯০৯।


৩. ভাসের নাটকগুলি কোথায় আবিষ্কৃত হয় ? 

(ক) বিশাখাপত্তনমে        (গ) ওড়িশায় 

(খ) উত্তরভারতে             (ঘ) ত্রিবান্দ্রমে

উত্তর- (ঘ) ত্রিবান্দ্রমে। 


৪. ভাসের লেখা কতগুলি নাটক আবিষ্কৃত হয়েছিল ?

 (ক) ১১টি (খ) ১২টি (গ) ১৩টি (ঘ) ১৪টি 

উত্তর- (গ) ১৩টি 


৫. ভাসের নাটকগুলি ক-টি পুথিতে আবিষ্কৃত হয়েছিল? 

 (ক) একটি (খ) দুটি (গ) তেরোটি (ঘ) পনেরোটি 

উত্তর- (খ) দুটি।


৬. কে ভাসকে বলেছন 'অগ্নির বন্ধু' ? 

(ক) বাণভট্ট                  (খ) দণ্ডী 

(গ) বাকপতিরাজ          (ঘ) সৌমিল্ল

উত্তর- (গ) বাকপতিরাজ। 


৭. “ভাস হলেন সরস্বতীর নির্মল হাস্য”-  এ কথা কোন্ নাটকে উল্লিখিত আছে ? 

(ক) মৃচ্ছকটিক          (খ) মুদ্রারাক্ষস 

(গ) উরুভঙ্গ               (ঘ) প্রসন্নরাঘব 

উত্তর- (ঘ) প্রসন্নরাঘব। 


৮. “ভাস হলেন সরস্বতীর নির্মল হাস্য'।- কোন্ নাট্যকার এ কথা বলেছেন ? 

(ক) জয়দেব          (খ) বিশাখদত্ত 

(গ) শূদ্রক              (ঘ) রাজশেখর

উত্তর- (ক) জয়দেব। 


৯. ভাসের নাটকগুলিকে মূলত ক-টি শ্রেণিতে ভাগ করা হয়েছে ? 

(ক) তিন (খ) চার (গ) নয় (ঘ) তেরো

উত্তর- (খ) চার।


১০. ভাসের নাটকগুলির মধ্যে কোন্ নাটকটিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় ? 

(ক) প্রতিমা নাটক          (খ) চারুদত্ত 

(গ) স্বপ্নবাসবদত্তা           (ঘ) কর্ণভার 

উত্তর- (গ) স্বপ্নবাসবদত্তা। 


১১. স্বপ্নবাসবদত্তা নাটকের নায়কের নাম কী ? 

(ক) সৌগন্ধরায়ণ (খ) উদয়ন (গ) রুমন্বান (ঘ) চারুদত্ত 

উত্তর- (খ) উদয়ন।


১২. বাসবদত্তাকে কার কাছে ন্যাসরূপে রাখা হয়েছিল?

 (ক) আবন্তিকার         (খ) সৌগন্ধরায়ণের

 (গ) পদ্মাবতীর           (ঘ) বসন্তসেনার 

উত্তর- (গ) পদ্মাবতীর।


১৩. উদয়নের রাজধানীর নাম কী ? 

(ক) মৎস্য                    (খ) বৎস 

(গ) মগধ                      (ঘ) কোশল 

উত্তর- (খ) বৎস। 


১৪. স্বপ্নবাসবদত্তা নাটকে ক-টি অঙ্ক আছে ? 

(ক) পাঁচটি (খ) ছ-টি (গ) সাতটি (ঘ) ন-টি

উত্তর- (খ) ছ-টি। 


১৫. মৃচ্ছকটিক নাটকটি কার রচনা ? 

(ক) ভাস                  (গ) শূদ্রক  

(খ) ভবভূতি             (ঘ) ভট্টনারায়ণ 

উত্তর- (গ) শূদ্রক।


১৬. শূদ্রকের লেখা নাটকটির নামোল্লেখ করো। 

(ক) মুদ্রারাক্ষস           (খ) মৃচ্ছকটিক 

(গ) চারুদত্ত                (ঘ) রত্নাবলী

উত্তর- (খ) মৃচ্ছকটিক। 


১৭. মৃচ্ছকটিক নাটকের অঙ্কসংখ্যা ক-টি ? 

(ক) পাঁচটি (খ) সাতটি (গ) দশটি (ঘ) ছ-টি

উত্তর- (গ) দশটি ।


Part-II দেখতে এখানে ক্লিক করুন।

Part-III দেখতে এখানে ক্লিক করুন।


◾Pdf পেতে আমাদের WhatsApp করতে পারেন।

WhatsApp- 7364004856

Post a Comment

0 Comments