২৬. ভাসরচিত বালচরিত নাটকটির উৎস হল-
(ক) রামায়ণ (গ) ভাগবত
(খ) মহাভারত (ঘ) হরিবংশ
উত্তর- (ঘ) হরিবংশ।
২৭. সংস্কৃত নাট্যজগতে একমাত্র স্ত্রীভূমিকাবর্জিত নাটক কোনটি ?
(ক) চারুদত্ত (খ) মুদ্রারাক্ষস
(গ) অবিমারক (ঘ) মৃচ্ছকটিক
উত্তর- (খ) মুদ্রারাক্ষস।
২৮. সংস্কৃত নাট্যজগতে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি ?
(ক) কর্ণভার (খ) দূতবাক্য
(গ) চারুদত্ত (ঘ) উরুভঙ্গ
উত্তর- (ঘ) উরুভঙ্গ।
২৯. মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতা কে ?
(ক) বিশাখদত্ত (খ) শূদ্রক
(গ) ভাস (ঘ) রাজশেখর
উত্তর- (ক) বিশাখদত্ত।
৩০. বিশাখদত্ত রচিত নাটকটির নাম কী ?
(ক) অবিমারক (খ) মৃচ্ছকটিক
(গ) মুদ্রারাক্ষস (ঘ) চন্দ্রগুপ্ত
উত্তর- (গ) মুদ্রারাক্ষস।
৩১. মুদ্রারাক্ষস নাটকে রাক্ষসের প্রতিদ্বন্দ্বী কে ?
(ক) চাণক্য (খ) চন্দ্রগুপ্ত
(গ) মলয়কেতু (ঘ) শকটদাস
উত্তর- (ক) চাণক্য।
৩১. মুদ্রারাক্ষস নাটকে রাক্ষস কে ?
(ক) জনৈক নিশাচর (খ) চন্দ্রগুপ্তের মন্ত্রী
(গ) নন্দরাজের মন্ত্রী (ঘ) নাটকের নায়ক
উত্তর- (গ) নন্দরাজের মন্ত্রী।
৩৩. মুদ্রারাক্ষস নাটকে অঙ্কসংখ্যা ক-টি ?
(ক) ৫টি (খ) ৬টি (গ) ৭টি (ঘ) ৯টি
উত্তর- (গ) ৭টি
৩৪. চাণক্যের একজন গুপ্তচরের নামোল্লেখ করো।
(ক) শকটদাস (খ) বিরাধগুপ্ত
(গ) মলয়কেতু (ঘ) ভাগুরায়ণ
উত্তর- (ঘ) ভাগুরায়ণ ।
৩৫. রাক্ষসের জনৈক গুপ্তচরের নামোল্লেখ করো।
(ক) সিদ্ধার্থক (গ) মলয়কেতু
(খ) বিরাধগুপ্ত (ঘ) চন্দ্রগুপ্ত
উত্তর- (খ) বিরাধগুপ্ত ।
৩৬. রাক্ষসের স্ত্রী-পুত্রের আশ্রয়দাতার নাম কী ?
(ক) বিরাধগুপ্ত (খ) শকটদাস
(গ) ভাগুরায়ণ (ঘ) মলয়কেতু
উত্তর- (খ) শকটদাস।
৩৭. কালিদাস বিরচিত কতগুলি নাটকের সন্ধান আমরা পাই ?
(ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি
উত্তর- (গ) তিনটি।
৩৮. কালিদাস রচিত কটি গীতিকাব্যের সন্ধান আমরা পাই ?
(ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি
উত্তর- (খ) দুটি।
৩৯. কালিদাস রচিত কটি মহাকাব্যের সন্ধান আমরা পাই ?
(ক) একটি (খ) দুটি (গ) তিনটি (ঘ) চারটি
উত্তর- (খ) দুটি।
৪০. কালিদাসের শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি ?
(ক) রঘুবংশম্ (খ) কুমারসম্ভবম্
(গ) মেঘদূতম্ (ঘ) অভিজ্ঞানশকুন্তলম্
উত্তর- (ক) রঘুবংশম্।
৪১. কালিদাসের কোন রচনাটি তাঁর সর্বস্বগ্রন্থ বলে পরিচিত ?
(ক) রঘুবংশ (খ) ঋতুসংহার
(গ) অভিজ্ঞানশকুন্তলা (ঘ) কুমারসম্ভব
উত্তর- (গ) অভিজ্ঞানশকুন্তলা।
Part-I দেখতে এখানে ক্লিক করুন।
Part-III দেখতে এখানে ক্লিক করুন।
0 Comments