বিদ্যাসাগর স্কলারশিপ :আবেদন করুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে এবং পেয়ে যান ৬০০০ টাকা | Vidyasagar Scholarship

Ishwar chandra vidyasagar scholarship

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ:

পশ্চিমবঙ্গের দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী পড়ুয়াদের পড়াশোনা অর্থের অভাবে যাতে আটকে না যায়,সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার যেমন নানান স্কলারশিপের ব্যবস্থা করেছেন তেমনই বিভিন্ন বেসরকারী সংস্থাও বেশ কিছু স্কলারশিপের ব্যবস্থা করেছে। এমনই একটি জনপ্রিয় ও বিশ্বস্ত বেসরকারী স্কলারশিপ হল "ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ"।
আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
যেমন-

1. এই স্কলারশিপ -এর যোগ্য কারা ?
2. কত নম্বর পেলে আবেদন করতে পারবেন ?
3. কী কী ডকুমেন্ট লাগবে ?
4. কিভাবে আবেদন করতে পারবেন ?
5. কত টাকা পাবেন ?
6. কবে থেকে এই স্কলারশিপ -এ অবেদন শুরু হবে ?
 
Ishwar Chandra Vidyasagar Scholarship 

তবে আসুন জেনে নেওয়া যাক এই স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় খুটিনাটি তথ্য।

1. এই স্কলারশিপ -এর যোগ্য কারা ?

     (১) এই স্কলারশিপটিতে ছেলেমেয়ে, ST, SC, OBC,জেনারেল, সংখ্যালঘু সবাই আবেদন করতে পারবেন।
     (২) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
     (৩) আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেকোনো শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে।
     (৪) পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।


2. কত নম্বর পেলে আবেদন করতে পারবেন ?
  
     আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে, তবেই আবেদন করা যাবে।
  

3. কী কী ডকুমেন্ট লাগবে ?
  
     (১) আবেদনকারীর আগের পরীক্ষার মার্কসিট। 
     (২) আবেদনকারী ও অভিভাবকের আধার কার্ড।
     (৩) পারিবারিক আয় সংশাপত্র বা Income Cartificate লাগবে।
     (৪) আবেদনকারীর ব্যাংকের পাশবই -এর প্রথম পৃষ্ঠার জেরক্স।    



4. কিভাবে আবেদন করতে পারবেন ?

   উঃ- এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অফলাইনে। এই স্কলারশিপ -এ আবেদন করার জন্য স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। তারপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে হাতে কলমে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। ওই পূরন করা আবেদন পত্রের সাথে উপরোক্ত যাবতীয় ডকুমেন্টস সংযুক্ত করে এবং  আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে আবেদনকারীর পাশপোর্ট সাইজ ছবি যুক্ত করে সেটিকে স্কুলের হেডের থেকে অ্যাটেস্টেড করতে হবে। এরপর ওই সম্পূর্ণ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র ডাউনলোড : লিঙ্ক

ঠিকানা:
PASCHIM MEDINIPUR FUTURE CARE SOCIETY, ALIGUNJ, KELLAPUKUR, P.O- Midnapore, Paschim Medinipur , Pin- 721101


5. কত টাকা পাবেন ?

   উঃ- এই স্কলারশিপের মাধ্যমে বছরে ১২০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

6. কবে থেকে এই স্কলারশিপ -এ অবেদন শুরু হবে ?

   উঃ- ইতিমধ্যেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।


আমাদের WhatsApp Group -এ জয়েন হন।
WhatsApp: 7364004856

আরো পড়ুন: 


Post a Comment

0 Comments